Sports News

জয়ে ফেরা হল না কলকাতার

পোস্তিগার গোলেও এ বারও জয়ে ফেরতে পারল না অ্যাটলেটিকো কলকাতাকে। চেন্নাইয়ের মাঠে জেজেদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই থামতে হল হিউম, দেবজিৎদের। যার ফলে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল মলিনার দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ২১:২৭
Share:

কলকাতা বনাম চেন্নাই ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

চেন্নাই ১ (সুসি)

Advertisement

কলকাতা ১ (পোস্তিগা)

পোস্তিগার গোলেও এ বারও জয়ে ফেরতে পারল না অ্যাটলেটিকো কলকাতাকে। চেন্নাইয়ের মাঠে জেজেদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই থামতে হল হিউম, দেবজিৎদের। যার ফলে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল মলিনার দল। একই পয়েন্ট নিয়ে পুণে চারে ও কেরল থাকল পাঁচে। ছ’নম্বরে থাকা চেন্নাইয়ের পয়েন্ট ১৪।

Advertisement

এদিন শুরুটা করেছিল কলকাতাই। চেন্নাইয়ের মাটিতে দাপটের সঙ্গেই খেলছিলেন পোস্তিগারা। যার ফল প্রথমার্ধেই গোল করে এগিয়ে যাওয়া। ৩৯ মিনিটে লারা-প্রীতমে অসাধারণ বোঝাপড়ায় কেটে গিয়েছিল চেন্নাই ডিফেন্স। সেখান থেকেই প্রীতমের মাপা পাস। বক্সের মধ্যেই পেয়ে যান কলকাতার মার্কি। সামনেই অবশ্য ছিলেন চেন্নাই রক্ষণের মূল ভরসা মেহরাজউদ্দিন ওয়াডু। কিন্তু হাওয়ায় লাফিয়ে ওয়াডুকে পরাস্ত করেই গোলের মুখ খুলে ফেলেন পোস্তিগা।

প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলেই। প্রথমার্ধের শুরুতেই অবশ্য গোলের মুখ প্রায় খুলেই ফেলেছিল কলকাতা। ম্যাচের তিন মিনিটেই ডিকার ক্রস থেকে পোস্তিগার হেড ক্রসবারে লেগে বেরিয়ে যায়। এর পরই জোড়া ধাক্কা খায় চেন্নাই। মাঠ ছাড়তে বাধ্য হন জেজে লালপেখলুয়া।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলায় ফেরার চেষ্টা শুরু করে মাতেরাজ্জির ছেলেরা। সুযোগ পাল্টা সুযোগে জমে ওঠে ম্যাচের দ্বিতীয়ার্ধ। শেষ পর্যন্ত চেন্নাইকে সমতায় ফেরান ডেভিড সুসি। এর পর আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। কিন্তু জয়ের মুখ দেখা হল না কোনও দলের। দিল্লি ও মুম্বইয়ের সেমিফাইনাল প্রায় নিশ্চিত এমন অবস্থায় বাকি থাকছে আর দুটো জায়গা। সেখানে কারা উঠে আসবে আগামী কয়েকদিনে নিশ্চিত হয়ে যাবে সেটাও।

আরও খবর

রোনাল্ডোর হ্যাটট্রিকে মাদ্রিদ ডার্বি রিয়েলের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement