ইস্টবেঙ্গল দলে নতুন সদস্য। ছবি: সোশ্যাল মিডিয়া
অপেক্ষার অবসান। এসসি ইস্টবেঙ্গলে সই করলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ব্রাইট এনোবাখারে। শুক্রবার ক্লাবের তরফে এ কথা জানানো হয়েছে। নতুন ক্লাবে যোগ দিয়ে উত্তেজনায় ফুটছেন ব্রাইট।
গ্রিসের ক্লাব এইকে এথেন্স থেকে যোগ দিলেন ২২ বছরের এই নাইজেরীয় ফরোয়ার্ড। স্ট্রাইকার সমস্যায় আইএসএল-এর গোড়া থেকেই ভুগছে এসসি ইস্টবেঙ্গল। ব্রাইট চলে আসায় সে সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছেন সমর্থকরা। অ্যান্টনি পিলকিংটনের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
এ দিন ব্রাইট বলেছেন, “এটা ভারতের সবথেকে বড় ক্লাব। নতুন চ্যালেঞ্জের জন্যে মুখিয়ে রয়েছি। আইএসএল দ্রুতগতিতে এগোচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি নিজের প্রতিভা দেখাতে পারব। জানি এখন লিগের মাঝপথ। তাই দ্রুত দলের বাকিদের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি সেটার জন্যে তৈরি। মাঠে নামার অপেক্ষায় রয়েছি।”
এর আগে ব্রাইট স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাব কিলমারনকে ছ’মাসের লোনে খেলেছেন। মরশুমের বাকি সময়টা কাটান লিগ ওয়ানের দল কভেন্ট্রি সিটিতে। ১৮ ম্যাচে ৬ গোল করেছিলেন কভেন্ট্রির হয়ে।
আরও পড়ুন: সাধনার পুরস্কার পাচ্ছেন অতন্দ্র প্রহরী