ATK Mohunbagan

জয়ে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান, কৃষ্ণদের ওপর চাপ দিতে নারাজ হাবাস

এগিয়ে গিয়েও গত ম্যাচে গোল খেতে হয়েছে এটিকে মোহনবাগানকে। তবে, ১১ টি ম্যাচে মাত্র ৫ গোল খেয়েছে তাঁর দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২১:০০
Share:

এই হাসিই ধরে রাখতে চান কৃষ্ণ, এদুরা। ছবি টুইটার

বৃহস্পতিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রথম লেগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হার আর গত ম্যাচে এফসি গোয়ার সঙ্গে ড্র করলেও চাপ অনুভব করছেন না কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস

Advertisement

বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘এই ধরনের টুর্নামেন্টে অনেক ভাল, আবার অনেক খারাপ মুহূর্ত থাকে। আমরা মুম্বই আর গোয়ার বিরুদ্ধে খেলেছি, যারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তবে আমাদের আক্রমণভাগকে আরও ভাল খেলতে হবে।’’

এগিয়ে গিয়েও গত ম্যাচে গোল খেতে হয়েছে এটিকে মোহনবাগানকে। তবে, ১১ টি ম্যাচে মাত্র ৫ গোল খেয়েছে তাঁর দল। আক্রমণ আর রক্ষণের মেলবন্ধনেই ভাল খেলছেন তাঁরা। কিন্তু গোল না পাওয়া নিয়ে চিন্তা রয়েছে হাবাসের। বলেন, ‘‘মুম্বই ম্যাচের পর আমরা গোল সেভাবে করতে পারছি না। এটাই আমার কাছে বেশি চিন্তার।’’

Advertisement

তবে রয় কৃষ্ণ আর ডেভিড উইলিয়ামসের ওপর পুরো ভরসা রাখছেন এটিকে মোহনবাগান কোচ। তিনি বলেন, ‘‘রয় দারুণ ফুটবলার। আমার পুরো বিশ্বাস আছে ওর ওপর। দুটো তিনটে ম্যাচে এমন হতেই পারে। এটা ফুটবল। কোনও ম্যাজিক নয়।

প্রতিপক্ষ চেন্নাইয়িন নিয়েও বরাবরের মতোই সতর্ক হাবাস। তিনি বলেন, ‘‘শেষ পাঁচ মরসুমে সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাইয়িন। দলে ভারসাম্য অনেক বেশি। আমরা যদি ছোট ব্যাপারগুলোর দিকে নজর দিতে পারি, তবে জয় পেতে পারি।’’

তবে দলের ফুটবলারদের ওপর চাপ বাড়াতে চাইছেন না হাবাস। তিনি বলেন, ‘‘প্রত্যেক ম্যাচে তিন বা এক পয়েন্ট করে হলেও পেতে হবে। তবে, ফুটবলারদের কোনও চাপ দিতে চাই না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement