মুম্বইয়ের বিরুদ্ধেও এই হাসি বজায় রাখতে চান কৃষ্ণ, তিরিরা। ছবি টুইটার
সোমবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লিগ টেবিলের দু’ নম্বরে থাকা এটিকে মোহনবাগান মুখোমুখি হচ্ছে এক নম্বরে থাকা মুম্বই সিটি এফসির। এই ম্যাচকে মুম্বইয়ের আক্রমণ ভাগের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ডিফেন্সের লড়াই বলে মনে করা হলেও এটিকে মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস তা মানতে রাজি নন। তিনি বলেন, ‘‘যে কোনও ম্যাচে রক্ষণের পাশাপাশি আক্রমণকেও সমান গুরুত্ব দিতে হয়। তাই এমন ভাবার কোনও কারণ নেই।’’
আগের ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে দুই গোলে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এই জয় মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, এমনটাই মনে করেন এটিকে মোহনবাগান কোচ। সোমবার দুই স্প্যানিশ কোচের মগজের লড়াই হলেও হাবাস মনে করেন, ‘‘যে কোনও ম্যাচে ফুটবলাররাই আসল। বিরতির সময় কোচরা নির্দেশ দিলেও ম্যাচ শুরু হয়ে গেলে তাদের বিশেষ ভূমিকা থাকে না।’’
গত মরসুমের থেকে এ মরসুমে অনেকটাই ভাল শুরু করেছে এটিকে মোহনবাগান। এটা মেনে নিয়েও সতর্ক হাবাস বলেন, ‘‘প্রথম মরসুমে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। দ্বিতীয় মরসুমে ভাল খেলেও আমরা জিততে পারিনি। কিন্তু খেলার ধরন আমরা পাল্টাইনি। কিন্তু, মাঝেমাঝে ভাল খেললেও ফল পাওয়া যায় না। তাই, এ সব নিয়ে ভেবে লাভ নেই।”
আরও খবর: খাওয়া, ঘুম এটাই ফিটনেসের রহস্য রয় কৃষ্ণর
আরও খবর: ১৫০ দিনের কোয়রান্টিন সহজ নয়, ভারতীয় দলের পাশে দাঁড়ালেন গাওস্কর
জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের পর চোটের কারণে এটিকে মোহনবাগানের জার্সিতে আর নামা হয়নি জাভি হার্নান্দেসের। ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। তবে, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলবেন কিনা, তা স্পষ্ট করেননি হাবাস। কিছুটা ধোঁয়াশা রেখেই সবুজ-মেরুন হেড কোচ বলেন, ‘‘সোমবারের ম্যাচে জাভি খেলতেই পারে।’’