ATK Mohun bagan

মুম্বই ভুলে গোয়ার জন্য ঝাঁপাচ্ছে এটিকে মোহনবাগান

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ হারতে হয়েছিল। রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেও, সেই আক্ষেপ যাচ্ছে না  এটিকে মোহনবাগান শিবিরের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ২১:১৮
Share:

রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট চায় এটিকে মোহনবাগান

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ হারতে হয়েছিল। রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেও, সেই আক্ষেপ যাচ্ছে না এটিকে মোহনবাগান শিবিরের। চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন কার্ল ম্যাকহিউ। গত ম্যাচে অল্পের জন্য সমতাসূচক গোল পাননি এডু গার্সিয়া। তাঁর শট বারে লাগে। এ নিয়ে এখনও আফসোস এডুর গলায়। তিনি বলেন, ‘‘গত ম্যাচে গোল না পাওয়াটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদিও ভাল খেলিনি। তবে, ম্যাচটা আমরা জিততে পারতাম। ভুল-ত্রুটিগুলো শুধরে নিয়ে আমাদের এফসি গোয়া ম্যাচের দিকে নজর দিতে হবে। আর চাইব বারবার যেন পোস্টে লেগে নিশ্চিত গোল নষ্ট না হয়।’’

Advertisement

মুম্বই ম্যাচ ভুলতে চাইছেন প্রণয় হালদারও। তিনি বলেন, ‘‘ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। এডুর শট বারে লেগে ফিরল। বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকটার থেকেও গোল এল না। তবে, এ সব আর ভাবতে চাই না। গোয়ার বিরুদ্ধে জিততেই হবে আমাদের। গতবারের থেকে এ মরশুমে আমাদের পারফর্ম্যান্স অনেকটা ভাল। তবে, এরপর থেকে আর পয়েন্ট নষ্ট করা চলবে না।’’

জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় পেয়েছে এফসি গোয়া। তবে, হুয়ান ফেরান্দোর দলকে ভয় পাচ্ছেন না এটিকে মোহনবাগান ফুটবলাররা। এডু বলেন, ‘‘ফুটবলে জেতা, হারা, ড্র তিনটে শব্দই আছে। যে কোনও কিছুই হতে পারে, সেটা মেনেও নিতে হয়। তবে, আমরা জয়ে ফিরতে চাই। সে রকম প্রস্তুতি নিয়েই নামব। বাকি দশটা ম্যাচেই ১০০ শতাংশ উজাড় করে দিতে চাই। তবেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারব।’’

Advertisement

আরও পড়ুন: মাঝমাঠে ভারসাম্য বাড়াতে লাল-হলুদে এলেন অজয় ছেত্রী

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে চোখে চোট পেলেও, তাকে গুরুত্ব দিতে রাজি নন এটিকে মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘একটু আধটু লাগতেই পারে। আমি ফের গোল না খেয়ে ম্যাচ শেষ করার প্রস্তুতি নিচ্ছি।’’ তবে, গোয়ার বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে জিতলেও, তা নিয়ে আত্মতুষ্ট হতে চান না এটিকে মোহনবাগান গোলরক্ষক। তিনি বলেন, ‘‘এটা নতুন ম্যাচ, তাই জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব। গোয়া যথেষ্ট শক্তিশালী দল। আমাদের মতোই খেতাবের অন্যতম দাবিদার।’’

আরও পড়ুন:লাথি মেরে বিতর্কে সন্দেশ, বলছেন ‘ভালোবাসার চাপড়’

বৃহস্পতিবার অনুশীলন সেরে ফেরার পর গোয়ার ম্যাচ দেখেছেন প্রণয়রা। তবে, প্রতিপক্ষকে নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন এটিকে মোহনবাগানের এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘‘আমাদের খেলার উন্নতি প্রয়োজন। কোচের নির্দেশ মতো মাঠে খেলতে চাই। তবে, দ্বিতীয় পর্বের ম্যাচ সবসময় অনেক কঠিন হয়। সব দলই তৈরি হয়ে মাঠে নামে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement