SC East Bengal

ডার্বি বুঝতে গুগল, ইউটিউব করছেন ড্যানি ফক্স, পিলকিংটনরা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৬
Share:

ডার্বি থেকে তিন পয়েন্ট পেতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল ছবি টুইটার

শুক্রবারের ডার্বির আগে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন এসসি ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স। প্রথম লেগের ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে হারতে হলেও এই ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। এসসি ইস্টবেঙ্গলের মিডিয়া টিমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘ভারতে খেলতে আসার আগে ইউটিউবে ডার্বির অনেক ভিডিও দেখেছি। তাই এই ম্যাচের গুরুত্ব, রোমাঞ্চ সম্পর্কে ভালোই জানি আমি। তবে, এই মরশুমে দর্শকদের সামনে খেলতে না পারলেও এই ম্যাচে জিততে চাই। খুব ভাল লাগত অত মানুষের সামনে খেলতে পারলে। আমি শুধু নয়, আমরা সবাই খুশি হতাম।’’

Advertisement

গোয়ায় খেলতে হলেও ফক্সের মন পড়ে আছে কলকাতাতেই। ডার্বি নিয়ে মানুষের উন্মাদনা উত্তেজিত করেছিল এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ককে। তিনি বলেন, ‘‘গুগুল করে আমি দেখেছি এই ডার্বি বিশ্বের অন্যতম সেরা ডার্বি। ভারতীয় ছেলেরা এই ব্যাপারটা আরও ভাল জানে। তবে এই ম্যাচে খেলতে হলে নিজেকে শান্ত রাখতে হবে। এই ম্যাচটা উপভোগ করতে হবে। শুক্রবারের ম্যাচে তিন পয়েন্ট চাই।’’

সমর্থকরা না আসায় মন খারাপ পিলকিংটনের। তবে, সমর্থকদের জন্য এই ম্যাচ জিততে চান তিনি। পিলকিংটন বলেন, ‘‘আমরা জানি আমাদের সমর্থকরা এই ম্যাচ দেখবেন টেলিভিশনের সামনে বসে। ডার্বিটা ওঁদের জন্যই। তাই ওঁদের মুখে হাসি ফোটাতে চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement