SC East Bengal

এস সি ইস্টবেঙ্গলের হাত ধরে জয়ে ফিরলেন সুনীল ছেত্রীরা

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও হারতে হল এস সি ইস্টবেঙ্গলকে। ০-২ গোলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৯
Share:

এস সি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ে ফিরল বেঙ্গালুরু এফ সি ছবি টুইটার

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও হারতে হল এস সি ইস্টবেঙ্গলকে। ০-২ গোলে। প্রথম পর্বের ম্যচে জিতলেও দ্বিতীয় পর্বের ম্যাচে হেরে গেল রবি ফাওলারের দল। প্রথম লেগে সুনীলদের বিরুদ্ধে গোল করা অ্যান্থনি পিল ক্লিন্টনকে প্রথম একাদশে রাখেননি ব্রিটিশ কোচ। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় বেঙ্গালুরু। গুরপ্রিত সিংহ সান্ধুর লং বল থেকে স্কট নেভিলকে বোকা বানিয়ে হেড করে যান সুনীল ছেত্রী। বল পান ক্লেইটন সিলভা। এসসি ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্সকে বোকা বানিয়ে বাঁ পায়ের ভলিতে গোল করে যান সিলভা। তবে একবার নয় বারবার সুনীল ছেত্রী বোকা বানিয়ে যেতে থাকেন স্কট নেভিলকে।

Advertisement

২০ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে ফ্রিকিক পেলেও গোল করতে ব্যর্থ হয় এসসি ইস্টবেঙ্গল। বিরতির কিছুসময় আগে ব্যবধান বাড়ায় বেঙ্গালুরু। রাহুল ভেকের ডানদিক থেকে করা সেন্টার ধরে শট করেন প্রয়াগ শ্রিভাস। দ্বিতীয় পোস্টে লেগে বেরিয়ে আসার সময় দেবজিৎ-এর গায়ে লেগে গোলে ঢোকে বল। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেননি ব্রাইটরা। ৬৯ মিনিটে অ্যারন আমেদি হলওয়ে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়লেও গোল করতে পারেননি। ৭০ মিনিটে পিলক্লিন্টনকে মাঠে নামান ফাওলার। যদিও তাতে ফলাফল কিছু বদলায়নি। ৭৬ মিনিটে ব্যবধান বাড়াতে পারত বেঙ্গালুরু। উদান্তার ব্যাক হিল থেকে বল নিয়ে সুনীলকে পাস করেন ক্লেইটন। সুনীল গোল করতে ব্যর্থ হন। ৮৫ মিনিটে রানা ঘরামির ভুল থেকে বল পান সুনীল ছেত্রী। তাঁর শট ক্রসবারে লেগে বাইরে যায়। ৮৯ মিনিটে সুযোগ পায় এসসি ইস্টবেঙ্গল। রানার সেন্টার থেকে পিলক্লিনটন হেড করলেও বল বাইরে যায়।

এই জয়ের ফলে ছ’ নম্বরে উঠে এল নওসাদ মুসার দল। ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে। দশ নম্বরেই থাকল এসসি ইস্টবেঙ্গল। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে। ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখায় চেন্নাইয়নের বিরুদ্ধে ম্যাচে নেই রাহুল ভেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement