india

অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন বিরাট কোহালি

অনুশীলনের পরে সমাজমাধ্যমে ভারত অধিনায়কের পোস্টে সেটাই ফুটে উঠল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৯
Share:

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দলকে 'বিরাট' বার্তা দিচ্ছেন ভারত অধিনায়ক। ছবি- বিসিসিআই

হয়ত এটার জন্যই ছটফট করছিলেন। মাঠে নেমে হাঁফ ছেড়ে বাঁচলেন বিরাট কোহালি। অনুশীলনের পরে সমাজমাধ্যমে ভারত অধিনায়কের পোস্টে সেটাই ফুটে উঠল।

Advertisement

মঙ্গলবার অনুশীলনের পরে কোহালি লেখেন, ‘‘আবার মাঠে ফিরতে পেরে দারুণ লাগছে’’। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে প্রথম ম্যাচ খেলে কোহালি দেশে ফিরে আসেন। স্ত্রী অনুষ্কা শর্মা তখন সন্তানসম্ভবা ছিলেন। পিতৃত্বকালীন ছুটি নিয়ে কোহালি সিরিজের শেষ তিনটি টেস্ট খেলেননি। কিছুদিন আগে কোহালি, অনুষ্কার কন্যা সন্তান হয়।

মাঠে নেমে হাঁফ ছেড়ে বাঁচলেন বিরাট। ছবি- ইন্সটাগ্রাম

ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার থেকে ভারতের প্রথম টেস্ট শুরু চেন্নাইতে। তার আগে নিভৃতবাস কাটিয়ে ভারতীয় দল রবিবার থেকে মাঠে নেমেছে। সোমবার প্রথম নেট সেশন হয় কোহালিদের। সেখানে ভারত অধিনায়ক গোটা দলকে উদ্বুদ্ধ করেন। অনুশীলনের বিভিন্ন ছবি তিনি সমাজমাধ্যমে পোস্ট করেন। কোচ রবি শাস্ত্রীও দলকে উৎসাহিত করেন।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টও চেন্নাইতেই হবে। শেষ দুটি টেস্ট হবে আমদাবাদের মোতেরায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement