মনবীরের সঙ্গে ডেভিড উইলিয়ামস ফাইল চিত্র
দলকে ফের একবার আইএসএলের ফাইনালে তুললেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। মঙ্গলবার নর্থ ইস্টকে হারানোর পর বুধবার দলের অনুশীলনে ছুটি দিয়েছিলেন হাবাস। তবে নিজেদের ফিট রাখতে জিমে সময় কাটান ফুটবলাররা। বৃহস্পতিবার থেকে ফাইনালের প্রস্তুতি শুরু করে দেবেন ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণরা। তার আগে এটিকে মোহনবাগান মিডিয়া টিমের মুখোমুখি হলেন মঙ্গলবারের ম্যাচের দুই গোলদাতা ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংহ।
প্রথম গোল করার পর বিশেষ উৎসব করতে দেখা যায় উইলিয়ামসকে। এই বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মঙ্গলবার মাঠে নামার আগে ছেলে হুগো আমাকে বলে, যদি গোল করি তাহলে যেন বেশ মজাদার উৎসব করি। ওর কথা শুনেই টিভি ক্যামেরার সামনে দৌড়ে গিয়ে ওরকম ভঙ্গিতে উদযাপন করি। ও খুব মজা পেয়েছে আমায় এটা করতে দেখে। ফাইনালে গোল পেলে আবারও এরকম করার ইচ্ছে রয়েছে।’’
উইলিয়ামস গোল পেলে হারে না এটিকে মোহনবাগান। কাকতালীয় হলেও এটা সত্যি। আর এই সত্যিকেই উপভোগ করছেন এই স্ট্রাইকার। উইলিয়ামস বলেন, ‘‘এই পরিসংখ্যানটা বেশ ভাল। আমি দলকে জেতাতে আরও গোল করে যেতে চাই। মঙ্গলবার আরও বেশি গোলে জিততে পারতাম। তবে এখন ওই ম্যাচ অতীত। সামনে ফাইনাল।তাই লক্ষ্য স্থির রেখে খেলতে হবে।’’
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লিগে দুটি ম্যাচেই হারলেও জিতে ট্রফি ঘরে তুলতে মরিয়া এটিকে মোহনবাগান। একই সুর উইলিয়ামস ও মনবীরের গলায়। উইলিয়ামস বলেন, ‘‘অনেকেই প্রতিশোধের কথা ভাবছে। অনেকেই আবার ট্রফির কথা ভাবছে। আমরা সবাই চাই সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে। লিগের দুই সেরা দলের খেলা। তাই নিজেদের প্রস্তুত থাকতেই হবে।’’ মনবীর বলেন, ‘‘আমাদের ত্রুটি গুলো শুধরে ফেলতে হবে। আমাদের দলের খেলার যা চরিত্র, তাতে আমরা আশাবাদী। এফসি গোয়াতে খেলার সময় একবার ফাইনালে উঠেও ট্রফি জয়ের স্বাদ থেকে বঞ্চিত হতে হয়। সেই স্বপ্নটা এবার পূরণ করতে চাই।’’
আইএসএলে ছয়টি গোল করে ফেলেছেন মনবীর সিংহ। তার মধ্যে যদিও মঙ্গলবারের গোলকেই এগিয়ে রাখছেন ভারতীয় স্ট্রাইকার। তিনি বলেন, ‘‘শুধু দুজনকে কাটিয়ে গোল করা নয়, সেমিফাইনালে গোল করতে পেরেছি বলে এটা সেরা। আমি মোহনবাগান সমর্থকদের এই গোল উৎসর্গ করতে চাই।’’
বাবা প্রাক্তন ফুটবলার কুলদীপ সিংহ ছেলের গোল দেখে খুশি হলেও ফাইনালে ছেলের থেকে গোল আবদার করেছেন। মনবীর বলেন, ‘‘বাবা রাতে ফোন করে আমায় বলেন ফাইনালেও গোল চাই। নিজের ১০০ শতাংশ দিয়ে দলকে খেতাব এনে দাও। বাবার এই ইচ্ছে পূরণ করতেই হবে। মুম্বই শক্তিশালী দল, কিন্তু অপরাজেয় নয়।’’