ছবি সংগৃহীত
যে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার কথা, সেখানে মাত্র এক পয়েন্ট পেয়ে তিনি যে খুশি হবেন না, এটাই স্বাভাবিক। তবে ফলে না হলেও দলের পারফরম্যান্সে খুশি এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
শুক্রবার ফতোরদা স্টেডিয়ামে ১-১ ড্রয়ের পরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাবাস বলেন, “আমাদের আক্রমণ ভালই হয়েছে। আমরা এই ম্যাচে ভাল ফুটবলও খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি। অবশ্য একটার বেশি গোল করতে পারিনি। কিন্তু গোল খেয়ে গেলাম একটা ভুলের জন্য। ম্যাচটা আমরা ছুড়ে দিয়ে চলে এলাম”।
তিরির অনুপস্থিতির নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও স্প্যানিশ কোচ বলেন, “আমাদের চোট-সমস্যা তো লেগেই আছে। বিদেশি খেলোয়াড়দের চোট বেশি ভাবাচ্ছে। এত কাছাকাছি ম্যাচ যে, সবাই ঠিকমতো রিকভার করতে পারছে না। তা সত্ত্বেও আজ দল ভাল খেলেছে। যেমন হাভির (হাভিয়ে হার্নান্ডেজ) অভাব বোধ করছি। আরও প্রায় দশদিন ওকে হয়তো পাওয়া যাবে না। ওর পেশীর সমস্যা হয়েছে”।
আরও পড়ুন: মারাদোনাকে কবর খুঁড়ে বার করা হতে পারে, সম্পত্তির অধিকার নিয়ে জোর লড়াই শুরু হচ্ছে
নিজেদের দল নিয়ে হাবাস আরও বলেন, “আমাদের রক্ষণ ও আক্রমণের মধ্যে ব্যালান্স সব সসময় ঠিক থাকছে না। এই বিষয়ে নিজেদের আরও তৈরি করতে হবে। এর পরে আমাদের ম্যাচ এফসি গোয়া। ওরা খুবই ভাল দল। সে জন্য আমাদের আরও ভাল প্রস্তুতি দরকার”।
সবুজ-মেরুন কোচের দাবি, ম্যাচে কোনও সময়ই হায়দরাবাদ এফসি আধিপত্য বিস্তার করতে পারেনি। এই নিয়ে তাঁর মন্তব্য, “ওরা কোনও মারাত্মক আক্রমণ করেনি। বলে তো আমার মনে পড়ছে না। বরং আমরা অনেক সুযোগ তৈরি করেছি আমরা”।
আরও পড়ুন: এগিয়ে গিয়েও জয় এল না, হায়দরাবাদের বিরুদ্ধে ১-১ ড্র এটিকে মোহনবাগানের
গত দুই ম্যাচে পাঁচ পয়েন্ট খোয়াতে হল এটিকে মোহনবাগানকে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাবাস বলেন, “আমাদের অনেকের চোট আছে। এটা কাটিয়ে উঠতে সময় লাগবে”।
অন্য দিকে, হায়দরাবাদের দলের সহকারী কোচ থাঙ্গবোই সিংতো এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েই খুশি। বলেন, “মাত্র দুজন বিদেশি খেলোয়াড় নিয়ে নেমেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটা অবশ্যই ইতিবাচক ব্যাপার। যথার্থ ফলই হয়েছে। এক পয়েন্ট নিয়ে আমরা খুশি”।
গত ম্যাচে লাল কার্ড দেখায় এ দিন মাঠে ছিলেন না স্প্যানিশ কোচ মানুয়েল মার্কুয়েজ।