ISL 2020

পিছিয়ে পড়ে আইএসএলে ফের জয় এফসি গোয়ার

জয়ের ফলে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল গোয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২২:৩৪
Share:

জয়সূচক গোল করে উচ্ছাস ইগর আঙ্গুলোর। ছবি আইএসএল।

পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে জোড়া গোল করে জিতল এফসি গোয়া। বুধবার আইএসএলের ম্যাচে তারা হায়দরাবাদকে হারাল ২-১ ব্যবধানে।

Advertisement

জয়ের ফলে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল গোয়া। ৯ ম্যাচে তাদের ১৪ পয়েন্ট। এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটির পরেই রয়েছে তারা। হায়দরাবাদ সেখানে ৮ নম্বরে। তাদের ৮ ম্যাচে সংগ্রহ ৯ পয়েন্ট।

বুধবার আশিস রাইয়ের নিখুঁত ক্রস থেকে হায়দরাবাদকে এগিয়ে দেন আরিদানে সান্তানা। চার মিনিট পরেই তাঁর শট ক্রসবারে লাগে। ৭২ মিনিটে তাঁর একটি গোল অফ সাইডের কারণে বাতিল হয়।

Advertisement

এদু বেদিয়ার ফ্রি কিক থেকে ৮৭ মিনিটে সমতা ফেরান এ দিনই অভিষেক ম্যাচ খেলতে নামা ইশান পন্ডিতা। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে জয় সূচক গোল গোয়ার ইগর আঙ্গুলোর।

আরও পড়ুন: পোষ্যদের সঙ্গে ধওয়নের নাচ, দেখে হেসে খুন কে এল রাহুল

আরও পড়ুন: মেলবোর্নে দলের সঙ্গে যোগ দিলেন রোহিত শর্মা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement