ISL

অভিষেক ম্যাচেই গোল ব্রাইটের, ওডিশাকে হারিয়ে আইএসএলে প্রথম জয় লাল-হলুদের

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে ওডিশা। একের পর এক গোলের সুযোগ তৈরি করতে থাকে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৯:৫৮
Share:

ব্রাইটের গোলের মুহূর্ত। ছবি: সোশ্যাল মিডিয়া

২০২১ সালে জয় দিয়েই শুরু করল এসসি ইস্টবেঙ্গল। আইএসএলে প্রথম জয় তুলে নিল লাল-হলুদ। ৩-১ ব্যবধানে তারা হারাল ওডিশা এফসি-কে। অভিষেক ম্যাচেই গোল করলেন ব্রাইট।

Advertisement

রবিবার আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং ওডিশা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কোচ রবি ফাওলারের ছেলেরা। ম্যাচের ১৩ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তাদের আইরিশ স্ট্রাইকার পিলকিংটন। ৪ মিনিটের মধ্যেই সমতা ফেরানোর সুযোগ পেয়ে গিয়েছিল ওডিশা। কিন্তু তাদের রুখে দেন দেবজিত। ৩৯ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান মাঘোমা। ২-০ গোলে এগিয়েই প্রথমার্ধ শেষ করে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে ওডিশা। একের পর এক গোলের সুযোগ তৈরি করতে থাকে তারা। জেরি, মরিসিয়ো তখন চিন্তার ভাঁজ তৈরি করেছিল ইস্টবেঙ্গল ডিফেন্সে। ৭৩ মিনিটে ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার ব্রাইটকে মাঠে নামান ফাওলার। লাল-হলুদ জার্সি গায় মাঠে নেমেই গোল পেলেন তিনি। ৮৭ মিনিটে তাঁর গোলে ৩-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। যদিও শেষ অবধি ক্লিনশিট রাখতে পারেনি তারা। ৯৩ মিনিটে ওডিশার হয়ে এক মাত্র গোলটি করেন দিয়েগো মরিসিয়ো।

Advertisement

রক্ষণভাগ শক্তিশালী করতে ইস্টবেঙ্গল দলে নিয়েছে রাজু গায়কোয়াড়কে। এদিনের ম্যাচে প্রথম একাদশে তাঁকে রেখেছিলেন ফাওলার। ওডিশার মুহুর্মুহু আক্রমণ রুখতে বড় ভূমিকা নিলেন তিনিও। ৭৩ মিনিটে তাঁকে তুলে নিয়ে অঙ্কিত মুখোপাধ্যায়কে নামিয়েও দেখে নিলেন ফাওলার। নতুন ৩ ফুটবলারকেই এদিনের ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন তিনি।

৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরেই ইস্টবেঙ্গল। তবে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর আশা করছেন সমর্থকরা। জয়ের স্বাদ পেয়ে গিয়েছে লাল-হলুদ। আগামী ম্যাচেও এই ধারা বজায় রাখতে পারে কি না সেই দিকেই তাকিয়ে লাল-হলুদ ভক্তরা।

আরও পড়ুন: কন্যা সন্তানের বাবা হলেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: কোহালিদের পুরনো ছবি তুলে ধরে মানসিক খেলা শুরু অসি সংবাদমাধ্যমের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement