গোলের পর উচ্ছ্বাস ইস্টবেঙ্গলের। ছবি: সোশ্যাল মিডিয়া
আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের। ৩-১ গোলে জয়।
৯৩ মিনিট | গোল | একটা গোল শোধ করল ওডিশা। ক্লিনশিট রাখতে পারল না ইস্টবেঙ্গল। গোল করলেন দিয়েগো মরিসিয়ো।
৮৭ মিনিট | গোল | এসেই গোল পেলেন ব্রাইট।
৭৩ মিনিট | ব্রাইটের আবির্ভাব। মাঘোমার বদলে তাঁকে মাঠে আনলেন ফাওলার।
৭২ মিনিট | দ্বিতীয়ার্ধে বেশ চাপে ইস্টবেঙ্গল। রক্ষণভাগের ওপর চাপ বাড়ছে।
৬২ মিনিট | ইস্টবেঙ্গলের মিলান সিংহের বদলে মাঠে নামলেন হারমানপ্রীত সিংহ।
৫৯ মিনিট | মুহুর্মুহু আক্রমণ ওডিশার। ফের বাঁচালেন দেবজিত।
৫৭ মিনিট | বারে লেগে ফিরল বল। ইস্টবেঙ্গলের রক্ষণে বার বার আক্রমণ তুলে ওডিশা। কিন্তু শেষ কাজটা করে উঠতে পারছে না তারা।
৫৪ মিনিট | একের পর এক সুযোগ তৈরি করছে ওডিশা। দেবজিতের সুরক্ষিত হাতে তালুবন্দি হচ্ছে বার বার।
৪৭ মিনিট | কর্নার পেল ওডিশা। দুর্বল হেড বাঁচাতে কোনও অসুবিধা হয়নি দেবজিতের।
৪৬ মিনিট | গোলের খুব কাছে চলে এসেছিলেন ওডিশার জেরি। কিন্তু কোনও রকমে তাঁকে প্রতিহত করে ইস্টবেঙ্গল ডিফেন্স।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা।
৪৫ মিনিট | ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করল ইস্টবেঙ্গল। সুযোগ পেয়েছিল ওডিশাও। তবে কাজে লাগাতে পারেনি তারা।
৩৯ মিনিট | গোল | মাঘোমার গোলে ২-০ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল। একক প্রচেস্টায় গোল করে গেলেন তিনি। বাঁদিক ধরে বল নিয়ে দৌড়ে এসে ঠিক জায়গায় রাখলেন বলটিকে এবং এগিয়ে দিলেন দলকে।
৩৭ মিনিট | ওডিশার আক্রমণ। ফের ত্রাতা দেবজিত।
২৯ মিনিট | আবার গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন পিলকিংটন। বারে লাগে সেই শট।
২৭ মিনিট | দুরপাল্লার শট নিলেন রফিক। তবে গোলে রাখতে পারলেন না।
২৬ মিনিট | কর্নার পেল ইস্টবেঙ্গল। তবে গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ।
২২ মিনিট | দুরপাল্লার শটে গোল করার চেষ্টা ওডিশার। কিন্তু লক্ষ্যে ছিল না বল।
১৬ মিনিট | দুর্গ রক্ষা করলেন দেবজিত। সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল ওডিশার কাছে।
১৩ মিনিট| গোল | শুরুতেই দলকে এগিয়ে দিলেন পিলকিংটন।
৪ মিনিট | সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে।
রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল এবং ওডিশা এফসি। এখনও অবধি জয় পায়নি লাল-হলুদ। রক্ষণ শক্তিশালী করতে প্রথম একাদশে আনা হয়েছে রাজু গায়কোয়ারকে। ৮ ম্যাচে ১৩ গোল খেয়েছে ইস্টবেঙ্গল। এখন সেই গোল খাওয়া আটকাতে পারেন কি না সেটাই দেখার।
প্রথম দলে না রাখা হলেও রিজার্ভ বেঞ্চে রয়েছেন নতুন বিদেশি ব্রাইট এনোবাখার। তাঁকে নামান কি না সেই দিকেও তাকিয়ে সমর্থকরা। নতুন স্ট্রাইকার গোলের চিন্তা কমাবেন বলেই আশা করছেন ভক্তরা।