ATK Mohun Bagan

মেসি, রোনাল্ডো নয়, সন্দেশ জিঙ্ঘানের পছন্দ মালদিনি

সেখানেই তিনি পছন্দের ফুটবলার হিসেবে বেছে নিলেন ইটালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ২১:১০
Share:

সন্দেশ জিঙ্ঘান। ছবি: সোশ্যাল মিডিয়া

এই যুগের ফুটবলারদের পছন্দের তালিকায় থাকেন লিয়োনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটিকে-মোহনবাগানের ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান কিন্তু ব্যতিক্রমি। তাঁর পছন্দের ফুটবলারের নাম জিজ্ঞেস করতেই মুহূর্তের মধ্যে উত্তর এল, “মালদিনি।”

Advertisement

লিগ শীর্ষে থেকেই বছর শেষ করেছে এটিকে-মোহনবাগান। নতুন বছর বেশ নিশ্চিন্ত মনেই শুরু করতে পেরেছেন তাঁরা। তারই বহিঃপ্রকাশ দেখা গেল এটিকে মোহনবাগানের টুইটারে। র‍্যাপিড ফায়ারের মুখোমুখি হলেন সন্দেশ। সেখানেই তিনি পছন্দের ফুটবলার হিসেবে বেছে নিলেন ইটালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে। এক মিনিটের র‍্যাপিড ফায়ারে জানালেন ৯ বছর বয়সে শুরু করেছিলেন ফুটবল খেলা।

এক মিনিটের র‍্যাপিড ফায়ারের এটাই ছিল প্রথম পর্ব। এরপর আরও অনেক সবুজ-মেরুন ফুটবলারকে দেখা যাবে বলে জানিয়েছে মোহনবাগান। সমর্থকরাও অপেক্ষা করে থাকবেন তাঁদের প্রিয় ফুটবলারের সম্বন্ধে জানার জন্য।

Advertisement

আরও পড়ুন: এখন ব্রাইটকে ঘিরেই আশার আলো দেখছেন ইস্টবেঙ্গল কোচ ফাওলার

আরও পড়ুন: বাড়িতেই ছোট করে ডিনার, পার্টির গুজব হেসে ওড়ালেন নেমার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement