জামশেদপুরের বিরুদ্ধে কেরলের ত্রাতা মেসিই

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৯
Share:

৮৮ মিনিটে শেষ গোলটি  করলেন রাফায়েল মেসি।—ছবি আইএসএল।

ফের লিগ শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল জামশেদপুর। ৭৫ মিনিট পর্যন্ত ২-০ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত খেলা শেষ হল ২-২ গোলে। পরপর দুটো গোল করে হার বাঁচাল কেরল ব্লাস্টার্স। বিতর্কিত পেনাল্টি থেকে ৮৮ মিনিটে শেষ গোলটি করলেন রাফায়েল মেসি।

Advertisement

উত্তেজক এবং নাটকীয় ম্যাচে দুটো পেনাল্টি হল। বিরতির আগে পেনাল্টি থেকেই এগিয়ে গিয়েছিল সুব্রত পালদের দল। গোল করেছিলেন পিতি। এরপর ব্যবধান বাড়ান সি কে বিনীত। যখন সবাই ধরে নিয়েছেন ম্যাচ জিতে এটিকে-কে টপকে লিগ শীর্ষে চলে যাবে জামশেদপুর। তখনই দুর্দান্ত খেলতে শুরু করে কোচির দল। নিজেদের মাঠে পরপর দুটি গোল করেন ক্যামেরুন-জাত স্ট্রাইকার মেসি। অপ্রত্যাশিতভাবে পয়েন্ট পেয়ে যায় এলকো সতৌরির দল। আট ম্যাচে সাত পয়েন্ট নিয়ে কেরল এখন সাত নম্বরে। অন্য দিকে, আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জামশেদপুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement