মুম্বইকে বিধ্বস্ত করে লিগ শীর্ষে ফের গোয়া

গত মরসুমে আইএসএলে চার বারের সাক্ষাতে তিন বার হেরেছিল মুম্বই। বৃহস্পতিবার ঘরের মাঠে গোয়াকে হারিয়ে বদলা নিতে মরিয়া ছিলেন দিয়েগো কার্লোসেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ ০৪:২০
Share:

উচ্ছ্বাস: গোল করে লেনির সঙ্গে কোরোমিনাসের নাচ (ডান দিকে)। আইএসএল

এফসি গোয়া কাঁটায় ফের বিদ্ধ মুম্বই সিটি এফসি।

Advertisement

গত মরসুমে আইএসএলে চার বারের সাক্ষাতে তিন বার হেরেছিল মুম্বই। বৃহস্পতিবার ঘরের মাঠে গোয়াকে হারিয়ে বদলা নিতে মরিয়া ছিলেন দিয়েগো কার্লোসেরা। কিন্তু সাত মিনিটে গোল করে গোয়াকে এগিয়ে দেন লেনি রড্রিগেজ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ২-০ করেন ফেরান কোরোমিনাস। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার চার মিনিটের মধ্যে মুম্বইয়ের হয়ে ব্যবধান কমান সার্থক গলুই। ৫৫ মিনিটে সমতা ফেরান সৌভিক চক্রবর্তী। যদিও চার মিনিটের মধ্যেই ফের এগিয়ে যায় গোয়া। এ বার গোল করেন উগো আদনান। সংযুক্ত সময়ে গোয়ার হয়ে চতুর্থ গোল করেন কার্লোস পেনা।

বৃহস্পতিবারের দুরন্ত জয়ের ফলে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে টপকে শীর্ষে উঠে এল গোয়া। এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে তিনে জামশেদপুর এফসি। সমসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল এটিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement