ওড়িশা জয়ী দশ জনেও

বুধবার শুরু থেকেই ঝড় তুলেছিলেন ওড়িশার ফুটবলারেরা। ২৭ মিনিটে সিসকোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কার্লোস দেলগাদো। ৪১ মিনিটে নিজেই গোল করেন সিসকো। কিন্তু ৬৪ মিনিটে বিপর্যয় নেমে আসে ওড়িশা শিবিরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০৪:১৬
Share:

উল্লাস: গোলের পরে সিসকো (দশ নম্বর জার্সি)। আইএসএল

ওড়িশা ৩ • হায়দরাবাদ ২

Advertisement

চার ম্যাচ পরে ঘুরে দাঁড়াল ওড়িশা এফসি। বুধবার দশ জনে খেলেও হায়দারবাদ এফসিকে হারিয়ে মুম্বই সিটি এফসিকে টপকে আইএসএলের পয়েন্ট টেবলে ষষ্ঠ স্থানে উঠে এলেন সিসকো ফার্নান্দেসরা।

বুধবার শুরু থেকেই ঝড় তুলেছিলেন ওড়িশার ফুটবলারেরা। ২৭ মিনিটে সিসকোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কার্লোস দেলগাদো। ৪১ মিনিটে নিজেই গোল করেন সিসকো। কিন্তু ৬৪ মিনিটে বিপর্যয় নেমে আসে ওড়িশা শিবিরে। লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখে মাঠ ছাড়েন বিনীত রাই। এক মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান বোবো। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওড়িশাকে এগিয়ে দেন পেরেস গুয়েদেস। ৮৯ মিনিটে রোহিত কুমার ব্যবধান কমালেও হায়দরাবাদের হার বাঁচাতে পারেননি।

Advertisement

আইএসএলে খেতাবি দৌড়ে টিকে থাকতে হলে এ দিন জিততেই হত হায়দরাবাদকে। কিন্তু দুর্দান্ত লড়েও শেষরক্ষা হল না রবিন সিংহদের। ৮ ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলের সবার শেষেই থাকল হায়দরাবাদ।

এ দিকে আজ, বৃহস্পতিবার ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হচ্ছে চেন্নাইয়িন এফসির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement