ইডেনে প্র্যাকটিসে মুস্তাফিজুর। ছবি: পিটিআই।
মুস্তাফিজুর কি আজ খেলছেন? লাখ টাকার এই প্রশ্নটার উত্তর ম্যাচের চার ঘণ্টা আগে পর্যন্ত জানা না গেলেও একটা বিষয় স্পষ্ট। আফ্রিদিদের হারিয়েই বিশ্বকাপের মূল পর্বের অভিযান শুরু করতে মরিয়া বাংলাদেশ। মুস্তাফিজকে পেলে ভাল। না পেলে আল আমিন হোসেন, তাসকিন আহমদদের নিয়েই ঝাঁপাতে চাইছেন মাশরফি। ইডেনের সবুজ উইকেট প্রত্যাশা আরও বাড়িয়েছে বাংলাদেশের।
বাইশ গজ নিয়ে খুশি পাকিস্তান এবং বাংলাদেশ দু’দলই। রাতে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় বলছিলেন, ‘‘দুটো টিমই উইকেটে ঘাস চাইছে। আর পিচ দেখে ওয়াকার ইউনিস এবং বাংলাদেশ কোচ দু’জনই খুব খুশি।’’ এমন উইকেট পেলে যিনি একার হাতেই ম্যাচ ঘুড়িয়ে দিতে পারেন, সেই মুস্তাফিজকে নিয়ে ধোঁয়াশা রাখলেন হিথ স্ট্রিকও। দলের বোলিং কোচের মতে, “মুস্তাফিজ খেলবে কি না তা জানা থাকলেও বলব না। পাকিস্তান ভেবে মরুক।” তবে কি এটাই দলের স্ট্র্যাটেজি? মঙ্গলবার নেটে কিন্তু তেড়েফুঁড়েই বল করতে দেখা গেছে কাটার মাস্টারকে।
বছর খানেক আগে এই পাকিস্তানের বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল মুস্তাফিজুরের। প্রথম শিকার ছিলেন বর্তমান পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। চোট সারিয়ে আজই আগুনে ফর্মে দলে ফিরে পাকিস্তানকে শেষ করবেন মুস্তাফিজ, এমনটাই আশা করছেন বাংলাদেশের ফ্যানেরা।
আরও পড়ুন:
ঐতিহাসিক যুদ্ধে দুই পড়শিকে ঘাসের পিচ উপহার ইডেনের