rishabh pant

ঋষভকে ‘বাড়ির’ সন্ধান দিলেন ইরফান পাঠান

পন্থের পোস্টে অবশ্য অনুরাগীদের পরামর্শের ঢল কমেনি। গাব্বার ইনিংসের কথা মনে করিয়ে অনেকেই তাঁকে ব্রিসবেনে বাড়ি কিনতে বলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৬:২৫
Share:

পাঠানের উত্তর দেখে হেসে খুন অনুরাগীরা। ফাইল ছবি

বাড়ি কিনতে চেয়ে সমাজমাধ্যমে অনুরাগীদের কাছে পরামর্শ চেয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর বিভিন্ন উত্তর তো পেয়েছেনই। এবার পন্থের পিছনে লাগার সুযোগ ছাড়লেন না ইরফান পাঠানও

Advertisement

বৃহস্পতিবার টুইটারে পন্থ লিখেছিলেন, “অস্ট্রেলিয়া থেকে আসার পর বাড়ির লোক আমার পিছনে পড়ে গিয়েছে। নতুন বাড়ি এবার কিনতে হবে। গুরুগ্রামে কিনলে ঠিক হবে? অন্য কোনও বিকল্প থাকলে বলুন।” পন্থের টুইটের উত্তর দিতে গিয়ে পাঠান লিখেছেন, “ক্রিকেট মাঠ কিনলে কেমন হয় বল তো?”

পাঠানের উত্তর দেখে হেসেই খুন অনুরাগীরা। এমনিতে সমাজমাধ্যমে বেশ সক্রিয় পাঠান। লোকের পোস্টে মজার মন্তব্য করায় তাঁর জুড়ি নেই। তাই রেহাই পাননি পন্থও। যদি পাঠানের মন্তব্যের কোনও উত্তর দেননি ভারতীয় দলের উইকেটকিপার।

Advertisement

পন্থের পোস্টে অবশ্য অনুরাগীদের পরামর্শের ঢল কমেনি। গাব্বার ইনিংসের কথা মনে করিয়ে অনেকেই তাঁকে ব্রিসবেনে বাড়ি কিনতে বলেছেন। হায়দরাবাদে এবং মুম্বইয়ের আসার পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement