Wriddhiman Saha

IPL 2022: কলকাতায় ঋদ্ধিমানরা, ঝড়বৃষ্টির জন্য দেরিতে নামল হার্দিকদের বিমান

আগেই শহরে চলে এসেছে লখনউ দল। চলে এল গুজরাতও। ঝড়বৃষ্টির জন্য হার্দিকদের বিমান নামতে কিছুটা দেরি হলেও নির্বিঘ্নেই শহরে পৌঁছেছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৯:৪১
Share:

বিমানে শামির সঙ্গে ঋদ্ধিমান। ছবি: ফেসবুক

আইপিএলের প্লে-অফ ম্যাচ খেলতে কলকাতায় চলে এল গুজরাত টাইটান্স। শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছন হার্দিক পাণ্ড্যরা। ঝড়বৃষ্টির জন্য তাঁদের বিমান কলকাতা বিমানবন্দরে নামতে কিছুটা দেরি হয়।

Advertisement

কলকাতার আকাশ সীমায় প্রবেশ করার পরেও নামতে পারল না গুজরাত দলকে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা বেসরকারি সংস্থার বিমান। কারণ, প্রবল ঝড় এবং ব়ৃষ্টি। বেশ কিছুটা সময় আকাশে চক্কর কাটার পর আবহাওয়ার উন্নতি হলে ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামিদের বিমানকে নামার অনুমতি দেওয়া হয় কলকাতা বিমানবন্দরের তরফে। ঋদ্ধিমানরা অবশ্য নির্বিঘ্নেই কলকাতায় পৌঁছেছেন।

বিমানে উঠে নেট মাধ্যমে ছবি পোস্ট করেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর পাশের আসনেই ছিলেন শামি। দীর্ঘ দিন পর নিজেদের প্রিয় শহরে ফিরে খুশি দুই ক্রিকেটারই। ছবির সঙ্গে নিজের খুশির কথাও লিখেছেন ঋদ্ধিমান।

Advertisement

শুক্রবারই কলকাতায় চলে এসেছে লখনউ সুপার জায়ান্টস। লখনউ দলের কর্ণধার কলকাতার বাসিন্দা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। অর্থাৎ, কলকাতার ছেলের দলের পর শহরে চলে এলেন বাংলার ক্রিকেটাররাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement