IPL 2023

আইপিএল ফাইনালে বৃষ্টির নিয়ম: খেলা শুরুর শেষ সময় কী? কখন শুরু হলে কমবে না এক ওভারও

বৃষ্টি হচ্ছে আমদাবাদে। তার ফলে আমদাবাদে এখনও টস করা সম্ভব হয়নি। বৃষ্টি এখনও থামেনি। থামলেও পুরো খেলা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৩ ১৯:২২
Share:

আমদাবাদে খেলা শুরুর আগে বৃষ্টি শুরু হয়েছে। ছবি: আইপিএল

আইপিএলের ফাইনাল শুরুর আগে বৃষ্টি হচ্ছে আমদাবাদে। তার ফলে এখনও টস করা সম্ভব হয়নি। বৃষ্টি এখনও থামেনি। থামলেও পুরো খেলা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। আইপিএল ফাইনালে পুরো খেলা করাতে হলে অন্তত কখন খেলা শুরু করতে হবে তা জানা গিয়েছে। ফাইনালের কাট অফ টাইমও (যে সময়ের মধ্যে খেলা শুরু হলে অন্তত ৫ ওভার করে খেলা হবে) জানা গিয়েছে।

Advertisement

আইপিএলের ফাইনালে খেলা শুরু হওয়ার শেষ সময় বাড়ানো হয়েছে। রাত ৯.৩৫ মিনিট পর্যন্ত সময় আছে। অর্থাৎ, রাত ৯.৩৫ মিনিটের আগে যদি খেলা শুরু করা য়ায় তা হলে এক ওভারও কমবে না। পুরো ৪০ ওভারের খেলা হবে। কিন্তু যদি ৯.৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু না করা যায়, তা হলে কমবে ওভার। যত সময় নষ্ট হবে তত ওভার কমবে।

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারেও বৃষ্টি হয়েছিল আমদাবাদে। তার জন্য খেলা শুরু হতে আধ ঘণ্টা দেরি হয়েছিল। তাতে অবশ্য কোনও ওভার কমেনি। কিন্তু ফাইনালের আগে যে ভাবে বৃষ্টি হচ্ছে, তাতে খুব একটা হাসি ফুটছে না দর্শকদের মনে। মাঠ কভারে ঢাকা। জল জমেছে আউটফিল্ডে। ফলে বৃষ্টি থামলেও খেলা শুরু করতে কতটা দেরি হতে পারে তা এখনই বোঝা যাচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement