আইপিএলের প্লে-অফে উঠে বিরাটদের গত বছরের কথা মনে করিয়ে দিলেন রোহিত। —ফাইল ছবি।
গুজরাত টাইটান্সের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারায় আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। লিগের চতুর্থ দল হিসাবে প্লে-অফে ওঠার পর একটি বিশেষ কারণে বিরাট কোহলিদের ধন্যবাদ জানিয়েছেন মুম্বই অধিনায়ক।
গত বছর আইপিএলে দশম স্থানে শেষ করেছিল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এ বার তাই প্লে-অফে পৌঁছতে পেরে খুশি রোহিত। রবিবার গুজরাতের কাছে আরসিবি হারার পর তিনি বলেছেন, ‘‘গত বছর আমরা আরসিবিকে অনেক সাহায্য করেছিলাম। আশা করছি এ বার আমরা প্রত্যাশিত সাফল্য পাব।’’ উল্লেখ্য, গত বছর লিগ পর্বে কোহলিদের কাছে দু’টি ম্যাচেই হেরেছিলেন রোহিতেরা। চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠেছিল আরসিবি। সম্ভবত সে কথাই বোঝাতে চেয়েছেন রোহিতেরা। এ বার আবার কোহলিরা লিগের শেষ ম্যাচ হেরে যাওয়ায় রোহিতেরা প্লে-অফ খেলার সুযোগ পেলেন। গুজরাতের কাছে হেরে কোহলিরা যেন গত বারের ঋণ মিটিয়ে দিলেন রোহিতদের।
এখন আর পিছনে ফিরে তাকাতে চান না রোহিত। সুযোগ কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। মুম্বই অধিনায়ক বলেছেন, ‘‘পরের দিকে আমরা অনেক কিছুই ঠিকঠাক করেছি। যদিও আমাদের শুরুটা ভাল হয়নি। পর পর তিনটি ম্যাচ জেতার পর আমরা ছন্দ পাই। ম্যাচের বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় আমরা হাতছাড়া করেছিলাম। একাধিক বার আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। যেমন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৮ বলে ৩৪ রান দরকার ছিল আমাদের। সেই সময় আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। আবার যেমন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ইনিংসের দ্বিতীয় অর্ধ থেকে আমরা নিয়ন্ত্রণ করতে শুরু করেছিলাম। ফলাফল সব সময় আমাদের দিকে আসেনি।’’
লিগ পর্বে দলের পারফরম্যান্স যে প্রত্যাশিত মানের হয়নি, তা কার্যত মেনে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। যদিও তিনি প্লে-অফ পর্বে ভাল করার ব্যাপারে আশাবাদী।