পুরস্কার: আরসিবি-কে হারানোর নায়ক সন্দীপ শর্মার সঙ্গে সেলফি নায়িকা প্রীতি জিন্টার। ছবি: পিটিআই
ক্রিস গেল, বিরাট কোহালি ও এবি ডিভিলিয়ার্স।
বিশ্বের যে কোনও বোলিং লাইন আপ যে তিন ব্যাটসম্যানকে দেখেই কেঁপে যেতে পারে, সেই তিন ব্যাটসম্যানই কি না তাঁর বোলিংয়ের শিকার। তিনি— কিংগস ইলেভেন পঞ্জাবের পেসার সন্দীপ শর্মা। শুক্রবার তাঁর এই বোলিংয়ের দাপটেই ১১৯ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে থামিয়ে দিয়ে ১৯ রানে জিতে যায় প্রীতি জিন্টার দল।
যে জয়ের নেপথ্যে প্রধান কারিগর ম্যাচের সেরা সন্দীপই। ২২ রানে তিন উইকেট তুলে নিয়ে যিনি আরসিবিকে শুরুতেই বড় ধাক্কা দেন। কী ভাবে করলেন তিনি এই অসাধ্যসাধন?
ম্যাচের পরে সন্দীপ বলেন, ‘‘এই তিনটে উইকেট পাওয়ার পরে মনে হচ্ছিল স্বপ্ন সত্যি হল। আমি খুব খুশি। ম্যাচের আগে দলের কোচেদের পরামর্শ নিয়েছিলাম। বিশেষ করে বীরু পাজির সঙ্গে। উনি বলেছিলেন, ‘‘পিচের বাউন্স কাজে লাগিয়ে উইকেটের দু’দিকেই সুইং করা। ওটাই তোর শক্তি। ব্যাটসম্যানরা এই জায়গাতেই আমার বোলিংয়ের মোকাবিলা করতে গিয়ে সমস্যায় পড়ছিল।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘সাধারণত বেঙ্গালুরুর উইকেট যে রকম হয়, এটা ঠিক সে রকম নয়। পিচটা পাটা নয়। বরং মুভমেন্ট ছিল। তাই আমি সুইং করানোর চেষ্টা করছিলাম। তাতেই সফল হই।’’