বিরাট কোহলি। — ফাইল চিত্র।
ক্রিকেটে বেশ কিছু ম্যাচে তিনি হাত ঘুরিয়েছেন। সাফল্যও পেয়েছেন। আইপিএলেও চারটি উইকেট রয়েছে তাঁর। কিন্তু এই প্রতিযোগিতায় আর কোনও দিন বল করতে চান না বিরাট কোহলি। জানিয়েছেন, বল করতে গেলে তাঁর যে টুকু আত্মবিশ্বাস রয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে।
২০১৬ সালের পর থেকে আইপিএলে কখনও বল করেননি কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটেও বল করার উদাহরণ বিরল। মাঝারি গতির বল করেন তিনি। নতুন কোনও ব্যাটারের পক্ষে কোহলিকে সামলানো বেশ কঠিন। তা সত্ত্বেও কেন কোহলি বল করতে চান না?
তার উত্তর জিয়ো সিনেমায় দিয়েছেন কোহলি। মজার ছলেই বলেছেন, “আইপিএলে আমি কখনও আর বল করব না। বেশ কয়েক বার মাঠে শুনেছি সমর্থকেরা বলছে, ‘কোহলি কো বল দো’। আমি হাত জোড় করে ওদের কাছে ক্ষমা চেয়েছি। মুম্বই ম্যাচে ১৫ ওভারে ২০০ তুলে ফেলেছিল ওরা। তখন সমর্থকেরা চাইছিল আমাকে বল করতে দেখতে। কিন্তু আমি জানি বল করতে নামলে ব্যাট করার সময় যে আত্মবিশ্বাস থাকে সেটাও হারিয়ে ফেলব।”
এ বারের আইপিএলে বেশ কয়েক বার কোহলিকে দিয়ে বল করানোর আবেদন করেছেন সমর্থকেরা। শুধু তাই নয়, একই জিনিস দেখা গিয়েছে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেও। সম্প্রতি দেশের হয়ে একটি ম্যাচে বল করেছিলেন কোহলি। তার পর থেকে আর হাত ঘোরাতে দেখা যায়নি।