ফিনিশার ধোনি। ইডেনে প্রস্তুতি সারার পরে তা দেখে উচ্ছ্বসিত কোহালি। ছবি সুদীপ্ত ভৌমিক
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি নিজে ইডেনে নামছেন আজ, রবিবার। তা নিয়ে কলকাতা উত্তাল। আর তিনি— বিরাট কোহালি উচ্ছ্বসিত তাঁর প্রাক্তন অধিনায়কের ব্যাটিং নিয়ে। ‘ফিনিশার’ ধোনির কামাল দেখে কোহালি টুইট করলেন, ‘এম এস ধোনি আবার সেটাই করে দেখাল, যা বছরের পর বছর ধরে আত্মবিশ্বাসের সঙ্গে করে দেখিয়েছে। চ্যাম্পিয়নের ইনিংস। দারুণ লাগল’।
বোধা গেল, ইডেনে রবিবারের ম্যাচের মহড়া সেরে ফিরেই ধোনি-ধমাকা দেখতে বসে গিয়েছিলেন বিরাট। একা তিনি নন, উচ্ছ্বসিত তাঁর তারকা সতীর্থ এ বি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান টুইট করেন, ‘এম এস ধোনির এই ব্যাটিং দারুণ উপভোগ করলাম’। বীরেন্দ্র সহবাগ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লিখলেন, ‘আনহোনি কো হোনি কর দে। অসাধারণ, মাহি, অসাধারণ’।
আরও পড়ুন...
‘ফিনিশার’ ধোনি ফিরলেন
বলিউডও পিছিয়ে ছিল না ধোনিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশে। শাহিদ কপূর লিখলেন, ‘ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। কখনও গ্রেটদের টেনে নামিও না। এম এস ধোনি অসাধারণ। ছিল, থাকবে’। যাঁকে নিয়ে এত বন্দনা, সেই ধোনি ম্যাচ জিতিয়ে বললেন, ‘‘কঠিন পরিস্থিতি ছিল। রোজ রোজ এমন ম্যাচ জেতা যাবে না।’’ প্রশংসা করলেন শেষ ওভারগুলোয় সতীর্থ বাংলার মনোজ তিওয়ারির। ‘‘অবদান রেখে মনোজও। ডেলিভারি নষ্ট করেনি। আসল হচ্ছে, নিজেকে শান্ত রাখা।’’ তাঁর চেয়ে ভাল কে জানে!