IPL 2023

অশ্বিনের হাত থেকে ব্যাটারকে বাঁচালেন আম্পায়ার! কী হয়েছিল রাজস্থান-হায়দরাবাদ ম্যাচে?

যা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন, ঠিক সেটাই হল এ বারের আইপিএলে রাজস্থানের প্রথম ম্যাচে। শেষ পর্যন্ত থামালেন আম্পায়ার। বাঁচলেন ব্যাটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১১:২৭
Share:

অশ্বিনকে রবিবার মাঁকড়ীয় আউট করতে দেননি আম্পায়ার। ছবি: আইপিএল।

বল করার সময় সজাগ থাকেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বল ছাড়ার আগে নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটার ক্রিজ় ছাড়লেই উইকেট ভেঙে দেন। মাঁকড়ীয় আউট করতে সিদ্ধহস্ত তিনি। রবিবার অশ্বিনকে সেই সুযোগ কাজে লাগাতে দিলেন না আম্পায়ার।

Advertisement

আইপিএল শুরুর আগেই অশ্বিন প্রতিপক্ষ ন’টি দলের ব্যাটারদের সতর্ক করে দিয়েছিলেন। বলে দিয়েছিলেন, তিনি বল ছাড়ার আগে কোনও ব্যাটার ক্রিজ় থেকে বেরিয়ে গেলে রেয়াত করবেন না। মাঁকড়ীয় আউট করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না। আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেই সুযোগ পেয়ে যান অভিজ্ঞ অফ স্পিনার। তবু আম্পায়ারের অনুরোধে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে ঘটেছে এই ঘটনা। বল করছিলেন অশ্বিন। ব্যাটার ছিলেন হায়দরাবাদের আবদুল সামাদ। সে সময় রানার ছিলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। তিনি হাত থেকে বল ছাড়ার আগে ক্রিজ ছেড়ে একটু এগিয়ে যান রশিদ। তা চোখে পড়তেই গতি কমিয়ে রশিদকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন অশ্বিন। তিনি উইকেট ভাঙার আগেই হস্তক্ষেপ করেন আম্পায়ার। অশ্বিনকে উইকেট ভাঙতে বাধা দেন। আম্পায়ারের হস্তক্ষেপে আউট হওয়া থেকে বেঁচে যান রশিদ। পরে বলটিকে ‘ডেড’ বলে ঘোষণা করেন আম্পায়ার।

Advertisement

সে সময় অশ্বিনকে কিছু বলতে দেখা যায় আম্পায়ারকে। তিনি অভিজ্ঞ অফ স্পিনারকে কী বলেছিলেন সে সময়, তা জানা যায়নি। অশ্বিনকে মাঁকড়ীয় আউট করতে কেন বাধা দেন, তা-ও বোঝা যায়নি। পরে দেখা গিয়েছে, রশিদ ক্রিজ় থেকে সামান্য এগিয়ে থাকলেও নজর রেখেছিলেন অশ্বিনের দিকে। ভারতীয় স্পিনার গতি কমাতেই ইংরেজ স্পিনার ক্রিজ়ের মধ্যে চলে আসেন। ফলে অশ্বিন উইকেট ভেঙে দিলেও হয়তো আউট হতেন না রশিদ। তবু আম্পায়ার কেন অশ্বিনকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা থেকে আটকান, তা বোঝা যায়নি। যদিও আম্পায়ারের ভূমিকা নিয়ে চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement