একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে উইকেটের সংখ্যায় শীর্ষে গিয়েছেন উমেশ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে ৩৩টি উইকেট নিয়েছেন তিনি। ভেঙেছেন সতীর্থ সুনীল নারাইনের রেকর্ড। এই পঞ্জাবের বিরুদ্ধেই ৩২ উইকেট নিয়েছেন নারাইন।
পঞ্জাবের বিরুদ্ধে কী কী নজির গড়লেন উমেশ ছবি: টুইটার
এ বারের আইপিএলে দুরন্ত শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্সের বোলার উমেশ যাদব। প্রথম তিন ম্যাচেই প্রথম ওভারে উইকেট তুলেছেন তিনি। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে নজির গড়েছেন উমেশ। কলকাতার প্রথম তথা আইপিএলের ইতিহাসে চতুর্থ বোলার হিসাবে পাওয়ার প্লে-তে ৫০ উইকেট নিয়েছেন তিনি।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ওভারে ময়ঙ্ক অগ্রবালকে আউট করেন উমেশ। তার সঙ্গেই এই নজির গড়েন তিনি। পাওয়ার প্লে-তে সব থেকে বেশি উইকেট রয়েছে জাহির খানের। ৫২টি উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন সন্দীপ শর্মা। তাঁরও উইকেটের সংখ্যা ৫২। কিন্তু বেশি ম্যাচ খেলায় দ্বিতীয় স্থানে সন্দীপ। তৃতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তাঁর উইকেটের সংখ্যা ৫১।
সেই সঙ্গে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে উইকেটের সংখ্যায় শীর্ষে গিয়েছেন উমেশ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলে ৩৩টি উইকেট নিয়েছেন তিনি। ভেঙেছেন সতীর্থ সুনীল নারাইনের রেকর্ড। এই পঞ্জাবের বিরুদ্ধেই ৩২ উইকেট নিয়েছেন নারাইন। তৃতীয় স্থানে থাকা লাসিথ মালিঙ্গা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩১টি উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন ব্র্যাভো। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩১টি উইকেট নিয়েছেন। কিন্তু কম ম্যাচে এই কীর্তি করায় তিন নম্বরে রয়েছেন মালিঙ্গা। তালিকায় পাঁচ নম্বরে অমিত মিশ্র। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩০টি উইকেট নিয়েছেন তিনি।