KKR

পয়লা বৈশাখের আগের রাতে ইডেনে রিঙ্কুর ছক্কা দেখতে চান? কোথায় পাবেন টিকিট? দাম কত?

আগের ম্যাচে রিঙ্কু সিংহের পাঁচ ছক্কায় ম্যাচ জেতানোর পর কেকেআর এ বার নামছে ঘরের মাঠে। শুক্রবার ইডেনে নাইটদের ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। কোথায়, কত দামের টিকিট পাওয়া যাচ্ছে, জানাচ্ছে আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৪:৪৫
Share:

ইডেন গার্ডেন্সে কত টাকা দামের টিকিট পড়ে রয়েছে এখনও? — ফাইল চিত্র

আগামী শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কলকাতা। আগের ম্যাচে রিঙ্কু সিংহের পাঁচ ছক্কায় ম্যাচ জেতানোর পর কলকাতার খেলা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। শুক্রবার ইডেনে নাইটদের ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। কোথায়, কত দামের টিকিট পাওয়া যাচ্ছে, জানাচ্ছে আনন্দবাজার অনলাইন।

Advertisement

প্রথম ম্যাচে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের টিকিটের জন্যে হাহাকার পড়ে গিয়েছিল। যে ওয়েবসাইটে টিকিট পাওয়া যায়, সেখানে তা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। শুক্রবারের ম্যাচের আগে আশাবাদী হতে পারেন কলকাতার সমর্থকরা।

দেখা যাচ্ছে, সবচেয়ে কম দামি, অর্থাৎ ৭৫০ টাকার টিকিট পাওয়া যাচ্ছে ‘এল১’ ব্লকের। এর পরের ধাপ, অর্থাৎ ১০০০ টাকার টিকিট রয়েছে ‘এফ১’ ব্লকের। ১৫০০ টাকার টিকিট রয়েছে ‘এফ’ ব্লকের। ২৫০০ টাকার টিকিট রয়েছে ‘এল’ ব্লকের। এ ছাড়া ক্লাব হাউসের আপার টিয়ারে ৫০০০ টাকা দামের টিকিট, ক্লাব হাউসের লোয়ার টিয়ারে ৮০০০ টাকা দামের টিকিট এবং ‘বি’ ব্লক প্রিমিয়ারে ৭৫০০ টাকা দামের টিকিট রয়েছে। একমাত্র কর্পোরেট বক্সের টিকিট পাওয়া যাচ্ছে না, যেগুলির দাম যথাক্রমে ১৯ হাজার এবং ২৬ হাজার টাকা।

Advertisement

খোঁজ নিয়ে জানা গিয়েছে, বেঙ্গালুরু ম্যাচে যে চাহিদা ছিল, তার থেকেও বেশি চাহিদা রয়েছে চেন্নাই ম্যাচে। আগামী ২৩ এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুই দল। মহেন্দ্র সিংহ ধোনিকে দেখার সুযোগ নষ্ট করতে চাইছেন না কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement