IPL 2024

৩ মুহূর্ত: মুম্বই বনাম চেন্নাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল যেগুলি

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল চেন্নাই সুপার কিংস। ম্যাচের তিনটি মুহূর্তে খেলার মোড় চেন্নাইয়ের দিকে ঘুরে গেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২৩:২৭
Share:

ম্যাচের মাঝে আলোচনায় ব্যস্ত চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারেরা। ছবি: আইপিএল।

আইপিএলের সব থেকে সফল দুই দলের লড়াইয়ে জিতল চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল তারা। পুরো ৪০ ওভার জুড়ে লড়াই হলেও গোটা ম্যাচে তিনটি মুহূর্ত খেলার মোড় মহেন্দ্র সিংহ ধোনিদের দিকে ঘুরিয়ে দিল।

Advertisement

ম্যাচের সেরা তিন মুহূর্ত—

১) রোহিতের ক্যাচ মিস্‌— চেন্নাইয়ের ইনিংসের ১১.৪ ওভারের মাথায় আকাশ মাধোয়ালের বলে বড় শট মারতে গিয়ে ক্যাচ তোলেন রুতুরাজ গায়কোয়াড়। সেই ক্যাচ ফস্কান রোহিত শর্মা। সেই সময় রুতুরাজ ৩৯ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত তিনি ৬৯ রান করেন। রোহিত ক্যাচ ধরলে বড় ধাক্কা খেত চেন্নাই। হয়তো এত বেশি রান করতে পারত না তারা।

Advertisement

২) ধোনির তিন বলে তিন ছক্কা— ১৯.২ ওভারে ড্যারিল মিচেল আউট হলে ব্যাট করতে নামেন ধোনি। পর পর তিনটি বলে তিনটি ছক্কা মারেন তিনি। সেই তিন ছক্কা চেন্নাইয়ের রান ২০০ পার করায়। ৪ বলে ২০ রান করেন ধোনি। সেই ইনিংস চেন্নাইকে বাড়তি সুবিধা করে দেয়। প্রথম থেকেই মুম্বইয়ের জরুরি রানরেট বাড়িয়ে দেয়। নইলে হয়তো রান তাড়া করার শুরু থেকে চাপ কম থাকত হার্দিক পাণ্ড্যদের।

৩) মুস্তাফিজুরের ক্যাচে সূর্যকুমার আউট— রান তাড়া করতে নেমে প্রথম সাত ওভারে ৭০ রান করেছিল মুম্বই। ভাল খেলছিলেন রোহিত শর্মা ও ঈশান কিশন। সেই ইনিংসকে ধাক্কা দেন মাথিশা পাথিরানা। প্রথম বলেই ঈশানকে আউট করেন তিনি। তৃতীয় বলে ফেরেন সূর্য। তাঁর শট বাউন্ডারিতে ঝাঁপিয়ে ধরেন মুস্তাফিজুর রহমান। শরীরের ভারসাম্য ধরে রাখেন তিনি। আগের ম্যাচে ১৯ বলে ৫২ রান করে মুম্বইকে জিতিয়েছিলেন সূর্য। এই ম্যাচে শূন্য রানেই ফেরেন তিনি। মুস্তাফিজুরের ক্যাচ বড় ধাক্কা দেয় মুম্বইকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement