যুজবেন্দ্র চহাল। —ফাইল চিত্র।
আইপিএলের লিগ তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। সেই দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে বড় রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। পাওয়ার প্লে-তে খুব বেশি রান না করলেও বড় রান তুলল তারা।
মাত্র তিন উইকেট হারিয়ে ২০১ রান তুলল হায়দরাবাদ। ওপেনার ট্রেভিস হেড ৪৪ বলে ৫৮ রান করেন। অন্য ওপেনার অভিষেক শর্মা (১২) বড় রান করতে পারেননি। রান পাননি অনমলপ্রীত সিংহও (৫)। হেডের সঙ্গে জুটি গড়েন নীতীশ কুমার রেড্ডী। তাঁরা একসঙ্গে ৯৬ রান করেন। হেড আউট হওয়ার পর বড় রান তোলার দায়িত্ব নেন হেনরিখ ক্লাসেন। রেড্ডী এবং ক্লাসেন মিলে করেন ৭০ রান। রেড্ডী আটটি ছক্কা হাঁকান। ৪২ বলে ৭৬ রান করেন তিনি। ১৯ বলে ৪২ রান করেন ক্লাসেন।
ভারতীয় দলের চিন্তা বৃদ্ধি করলেন যুজবেন্দ্র চহাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে এখনও ১৫ জনের দলে থাকা কোনও ক্রিকেটার ভাল খেলতে পারেননি। সেই তালিকায় যোগ হল চহালের নাম। ৪ ওভারে ৬২ রান দিলেন তিনি। কোনও উইকেট নিতে পারেননি।
রাজস্থানের সামনে ২০২ রানের লক্ষ্য রাখল হায়দরাবাদ। জস বাটলার, সঞ্জু স্যামসনেরা সেই রানের লক্ষ্য মাথায় নিয়ে নামবেন।