হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।
এ বারের আইপিএলে প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার পরেই দলের অন্দরের ঝামেলা প্রকাশ্যে এল। মুম্বইয়ের ব্যর্থতার নেপথ্যে হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরনই আলোচনায় এসেছে বেশি।
মুম্বইয়ের এক কর্তা জানিয়েছেন, দলের নেতৃত্ব দেওয়ার লোকের অভাব নেই। কিন্তু গত ১০ বছরে রোহিতের অধীনে খেলা ক্রিকেটারেরা আচমকা হার্দিকের নেতৃত্বের ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। ওই কর্তা বলেছেন, “নেতা বদলের সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো হয়, সেগুলো এখনও হয়ে চলেছে। যে কোনও খেলাধুলোর ক্ষেত্রেই এটা দেখা যেতে পারে।”
একটি ম্যাচের পর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরা ছিলেন। খাওয়া-দাওয়া সারতে সারতেই নিজেদের ভাবনাচিন্তার কথা জানান। দল কোথায় ভাল পারফর্ম করছে না, সে ব্যাপারে বিস্তারিত বলেন। দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে দল পরিচালন সমিতির সদস্যদের বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে। তাতেও কোনও সমাধানসূত্র বেরোয়নি।
শোনা গিয়েছে, দিল্লির কাছে হারের পর সমস্যা আরও বেড়ে যায়। সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলা সবচেয়ে ভাল ক্রিকেটার তিলক বর্মার সমালোচনা করেছিলেন হার্দিক। বলেছিলেন, “যখন অক্ষর বল করছিল এক জন বাঁ হাতিকে (তিলক), তখন শুরু থেকেই তাঁকে আক্রমণ করা উচিত ছিল। পরিস্থিতির প্রতি সামান্য সচেতনতা থাকলে সেটা করা যেত। দিনের শেষে ম্যাচটা আমাদের হারতে হল।”