IPL 2024

হায়দরাবাদের কাছে গো-হারা হেরে গোয়েন্‌কার ভর্ৎসনা, মালিকের ধমক খাওয়ার আগেই ‘ভাষা হারিয়েছিলেন’ রাহুল

হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারের পরেই শুনতে হয়েছে সঞ্জীব গোয়েন্‌কার ভর্ৎসনা। ম্যাচের পর রাহুল জানালেন, হায়দরাবাদের অবিশ্বাস্য ব্যাটিং দেখে ভাষা হারিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ১১:২৩
Share:

কেএল রাহুল। — ফাইল চিত্র।

হায়দরাবাদের কাছে ১০ উইকেটে হারের পরেই শুনতে হয়েছে সঞ্জীব গোয়েন্‌কার ভর্ৎসনা। দলের মালিকের বিরুদ্ধে কিছুই বলে উঠতে পারেননি রাহুল। তবে ম্যাচের পর তিনি জানালেন, হায়দরাবাদের অবিশ্বাস্য ব্যাটিং দেখে ভাষা হারিয়েছেন।

Advertisement

বুধবার আইপিএলে খেলা ছিল হায়দরাবাদ এবং লখনউয়ের। সেই ম্যাচে আগে ব্যাট করে ১৬৫/৪ তোলে লখনউ। জবাবে ৯.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ। অভিষেক শর্মা (২৮ বলে ৭৫) এবং ট্রেভিস হেডের (৩০ বলে ৮৯) দাপটে জেতে তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রাহুল বলেন, “কোনও ভাষাই খুঁজে পাচ্ছি না। এ রকম ব্যাটিং আগে টিভিতে দেখেছি। কিন্তু আজ অবিশ্বাস্য ব্যাটিং দেখলাম। প্রতিটা বলই ব্যাটের মাঝখানে লাগছে মনে হচ্ছিল। ওদের দক্ষতাকে কুর্নিশ। ছয় মারার দক্ষতায় প্রচুর শান দিয়েছে বলেই মনে হচ্ছে।”

Advertisement

রাহুলের সংযোজন, “দ্বিতীয় ইনিংসে পিচ কেমন আচরণ করেছে সেটা বোঝার সুযোগই পেলাম না। প্রথম বল থেকে ওরা যে ভাবে মারতে শুরু করল, তাতে ওদের থামানো কঠিন ছিল।”

পাওয়ার প্লে-তে দলের ব্যাটিং ব্যর্থতাকেও দুষেছেন রাহুল। সেই সময় তারা মাত্র ২৭ রান তোলার পাশাপাশি হারিয়েছিলেন দু’টি উইকেটও। রাহুল বলেছেন, “ম্যাচ হারলে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা খুবই সহজ। আমরা পাওয়ার প্লে-তে অন্তত ৪০-৫০ রান কম তুলেছি। উইকেট হারানোর পর ছন্দটাই খুঁজে পাইনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement