IPL 2024

প্রতিপক্ষ স্পিনারের বয়স শুনে অবাক রোহিত! লখনউয়ের কাছে হেরেও রসিক শর্মা

মঙ্গলবার ছিল রোহিতের জন্মদিন। লখনউ-মুম্বই ম্যাচের পর প্রতিপক্ষের ক্রিকেটারেরা শুভেচ্ছা জানান ভারতীয় দলের অধিনায়ককে। সে সময় প্রাক্তন এক সতীর্থের বয়স শুনে বিস্মিত হন রোহিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১৯:৫৭
Share:

রোহিত শর্মা। — ফাইল চিত্র।

আইপিএলের হাড্ডাহাড্ডি ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবারের ম্যাচ শেষ হওয়ার পর দু’দলের ক্রিকেটারেরা শুভেচ্ছা বিনিময় করছিলেন। সে সময় প্রতিপক্ষের এক ক্রিকেটার জন্মদিনের শুভেচ্ছা জানান অমিত মিশ্র। তখনই লখনউয়ের অভিজ্ঞ স্পিনারের বয়স শুনে বিস্ময় প্রকাশ করেন রোহিত।

Advertisement

মঙ্গলবার ছিল রোহিতের জন্মদিন। ৩৭ বছর পূর্ণ করেছেন ভারতীয় দলের অধিনায়ক। খেলা শেষ হওয়ার পর অমিত শুভেচ্ছা জানান জাতীয় দলের প্রাক্তন সতীর্থ রোহিতকে। উত্তরে রোহিতও লখনউ স্পিনারের বয়স জানতে চান। অমিত জানান তাঁর বয়স ৪১। বিস্মিত রোহিত বলেন, ‘‘কী ৪০! তুমি আমার থেকে তিন বছরের বড়?’’ উত্তরে অমিত বলেন, ‘‘আমার ৪১।’’ এর পর রোহিত রসিকতা করে বলেন, ‘‘তোমার যখন ভারতের হয়ে অভিষেক হয়েছিল, তখন আমরা শিশু ছিলাম। বোধহয় ২০ বছর বয়সে তোমার অভিষেক হয়েছিল। তাই না?’’ জবাবে অমিত বলেন, ‘‘হ্যাঁ, ২০-২১ হবে।’’ দুই ক্রিকেটারের কথাবার্তার ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ।

মঙ্গলবারের ম্যাচে ৪ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় লখনউ সুপার জায়ান্টস। ১০টি ম্যাচ খেলে ছ’টিতে জিতেছেন লোকেশ রাহুলেরা। লখনউ আইপিএলের পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে। অন্য দিকে, হার্দিক পাণ্ড্যের দল ১০টি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে মুম্বই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement