মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম একাদশে নেই তিনি। —ফাইল চিত্র
মুম্বইয়ের ঘরের মাঠে খেলার আগে সুবিধা পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে নেই দলের অধিনায়ক রোহিত শর্মা। বদলে অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব।
টসের সময় দেখা যায়, কেকেআর অধিনায়ক নীতীশ রানার সঙ্গে টস করতে নামছেন নামছেন সূর্য। তখনই বোঝা যায়, রোহিত নেতা নন। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন সূর্য। তিনি জানান, রোহিতের পেটে সমস্যা হয়েছে। তাই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
পরে কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের দল ঘোষণার পরে দেখা যায়, রোহিত প্রথম একাদশে না থাকলেও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন। মুম্বই পরে ব্যাট করবে। তখন প্রয়োজন পড়লে রোহিতকে নামিয়ে দিতে পারে ম্যানেজমেন্ট। সেই কারণে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে। তবে রোহিত নামবেন কি না তা নির্ভর করছে তাঁর শরীরের উপর।
প্রথম চার ম্যাচে কেকেআর দু’টি ম্যাচ হেরেছে ও দু’টি জিতেছে। অন্য দিকে প্রথম দু’টি ম্যাচে হারার পরে আগের ম্যাচেই জয় পেয়েছে মুম্বই। তাই দু’দলের কাছেই এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। এখন দেখার প্রথম একাদশে রোহিত না থাকার সুবিধা কেকেআর নিতে পারে কি না।