হায়দরাবাদের জয়ের দুই কারিগর অভিষেক এবং হেড (ডান দিকে)। ছবি: আইপিএল
এ বারের আইপিএলে হায়দরাবাদের হাত ধরে নতুন অনেক নজির তৈরি হয়েছে। তারই সংযোজন বুধবারের হায়দরাবাদ বনাম লখনউ ম্যাচ। ১৬৬ রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা এবং ট্রেভিস হেডের দাপটে ১০ ওভার পূর্ণ হওয়ার আগেই জিতে যায় হায়দরাবাদ। সেই ম্যাচে তৈরি হয়েছে একাধিক কীর্তি।
১৬৬— টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০ ওভারের মধ্যে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছে হায়দরাবাদ।
৬২— ১০০-র বেশি রান তাড়া করার নিরিখে সব থেকে বেশি বল বাকি থাকতে জয়।
৪— এ বারের আইপিএলে পাওয়ার প্লে-র মধ্যে ট্রেভিস হেডের অর্ধশতরানের সংখ্যা, যা সবচেয়ে বেশি। সব আইপিএল মিলিয়ে ডেভিড ওয়ার্নারের রয়েছে ৬টি। তিনিই শীর্ষে।
৩— ২০ বলেরও কম খেলে তিন বার অর্ধশতরান করলেন হেড। ছুঁয়ে ফেললেন দিল্লির জেক ফ্রেজ়ার ম্যাকগার্ককে।
৩৪— টি-টোয়েন্টি ক্রিকেটে শতরানের জুটি বাঁধতে যে সংখ্যক বল লেগেছে অভিষেক-হেডের।
২— পাওয়ার প্লে-র মধ্যে দু’বার ১০০-র বেশি স্কোর করেছে হায়দরাবাদ। আর কারও এই নজির নেই।
৩৫— এ বারের আইপিএলে অভিষেক শর্মার ছক্কার সংখ্যা। দ্বিতীয় স্থানে থাকা ট্রেভিসের থেকে ৪টি বেশি।
৮০— দু’টি দলের পাওয়ার প্লে-তে ওঠা রানের পার্থক্য। আইপিএলের ইতিহাসে এটি সবচেয়ে বেশি।