IPL 2024

রিঙ্কুর হাতে পাঁচ ছক্কা খাওয়া বোলার আবর্জনা! ধারাভাষ্যকারের মন্তব্যে সমালোচনা

যশ দয়ালকে আবর্জনা বললেন এক ধারাভাষ্যকার। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বল করার সময় তাঁকে আবর্জনা বলেন ওই ধারাভাষ্যকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৪ ১১:১২
Share:

পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানোর পর রিঙ্কু। —ফাইল চিত্র।

গত বারের আইপিএলে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্যাচ জেতানো রিঙ্কু সিংহ এখন সকলের কাছে পরিচিত। ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন তিনি। আর সে দিন যে বোলারকে পাঁচটি ছক্কা মেরেছিলেন রিঙ্কু, সেই যশ দয়াল নাকি আবর্জনা! ধারাভাষ্য দেওয়ার সময় এমনটাই বললেন মুরলী কার্তিক।

Advertisement

গত আইপিএলে যশ ছিলেন গুজরাত টাইটান্স দলে। নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় গুজরাত। পাঁচ কোটি টাকা দিয়ে যশকে কিনে নেয় বেঙ্গালুরু। বাঁহাতি পেসারকে প্রথম ম্যাচ থেকেই খেলাচ্ছে তারা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যশ ২৮ রান দিয়ে একটি উইকেট নেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সোমবার পাওয়ার প্লে-তে ৩ ওভারে ১০ রান দেন তিনি। এর পরেই ধারাভাষ্য দেওয়ার সময় মুরলী বলেন, “এক দলের আবর্জনা এখন অন্য দলের হিরে।” ভারতের প্রাক্তন স্পিনারের এই উক্তি ভাল ভাবে নেননি অনেকেই। যশকে আবর্জনা বলায় অনেকেই সমালোচনা করেছেন মুরলীর।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রিঙ্কুর সেই পাঁচ ছক্কার পর মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন যশ। পরে যদিও সামলে নিয়ে ফিরে আসেন। বোর্ডও যশের পাশে দাঁড়ায়। দেশের উদীয়মান পেসারদের মধ্যে যশ এক জন। ভারতীয় ক্রিকেট বোর্ড যশকে বিশেষ ভাবে বার্ষিক চুক্তির মধ্যে রেখেছে। বেশ কিছু প্রতিভাবান পেসারের উপর বাড়তি নজর দিয়েছে বোর্ড। সেই তালিকায় যশ রয়েছেন। ভারতীয় দলেও ডাক পেয়েছিলেন তিনি। তবে চোটের কারণে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement