জোড়া সেশনের পরে আইপিএলে জাডেজা

আইপিএলের আগে মাত্র দুটো ট্রেনিং সেশন করেছিলেন রবীন্দ্র জাডেজা। নিজেই সে কথা জানালেন।উমেশ যাদবের মতো তাঁকেও আইপিএলের আগে দু’সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিল ভারতীয় দলের মেডিক্যাল টিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০৩:২৫
Share:

আইপিএলের আগে মাত্র দুটো ট্রেনিং সেশন করেছিলেন রবীন্দ্র জাডেজা। নিজেই সে কথা জানালেন।

Advertisement

উমেশ যাদবের মতো তাঁকেও আইপিএলের আগে দু’সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিল ভারতীয় দলের মেডিক্যাল টিম। এই দু’সপ্তাহ তিনি কী ভাবে কাটান, জানতে চাইলে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার বিসিসিআই ওয়েবসাইটকে বলেন, ‘‘প্রথম পাঁচটা দিন তো পুরো বিশ্রামে ছিলাম। তার পর হালকা জিম আর নেট করেছি। তবে পুরো ট্রেনিং সেশন বলতে যা বোঝায়, আইপিএলের আগে তা আমি মাত্র দু’টো করেছি। কারণ, লম্বা টেস্ট মরসুমের পর ফিটনেস নিয়ে খুব বেশি চর্চা করার দরকার ছিল না।’’

আইপিএলে তাঁর প্রথম দুই ম্যাচের কোনওটাতেই ব্যাট করার সুযোগ পাননি জাডেজা। বল হাতে প্রথম ম্যাচে ৪০ রান দিয়ে এক উইকেট ও রবিবার ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। বলছেন, ‘‘টেস্ট সিরিজে যে ছন্দটা পেয়েছি, তা আইপিএলেও বজায় রাখতে চাই আমি। তবে যেহেতু দুটো আলাদা ফর্ম্যাট, তাই আমাকে অন্য ভাবে পরিকল্পনা করতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: পোলার্ড-রোহিতের দাপটে সহজ জয় মুম্বই ইন্ডিয়ান্সের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement