IPL 2024

এক বিদেশি নিয়ে খেলেই ২১৪ রান পঞ্জাবের, জিতলে দ্বিতীয় হওয়ার সুযোগ হায়দরাবাদের

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে পঞ্জাব কিংস তুলল ২১৪ রান। সেই ম্যাচে পঞ্জাব দলে মাত্র এক জন বিদেশি। রিলি রুসো ছাড়া বাকি বিদেশি ক্রিকেটারেরা দেশে ফিরে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১৭:১৭
Share:

রিলি রুসো। ছবি: বিসিসিআই।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে পঞ্জাব কিংস তুলল ২১৪ রান। সেই ম্যাচে পঞ্জাব দলে মাত্র এক জন বিদেশি। রিলি রুসো ছাড়া বাকি বিদেশি ক্রিকেটারেরা দেশে ফিরে গিয়েছেন।

Advertisement

পঞ্জাব দলের অধিনায়ক শিখর ধাওয়ান। কিন্তু তাঁর চোট রয়েছে। সেই কারণে এত দিন অধিনায়কত্ব করছিলেন স্যাম কারেন। ইংল্যান্ডের এই ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কারণে বিশ্বকাপের দলে থাকা ইংল্যান্ডের সব ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন। পঞ্জাব দলে তাই নেই লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো এবং কারেন। দক্ষিণ আফ্রিকার রিলি রুসো শুধু দলে রয়েছেন। এক বিদেশি নিয়েই খেলছে আইপিএল থেকে ছিটকে যাওয়া পঞ্জাব কিংস।

প্রথমে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার অথর্ব তাওড়ে (৪৬) এবং প্রভসিমরন সিংহ (৭১) ৯৭ রানের জুটি গড়েন। রুসো ৪৯ রান করেন। শেষ বেলায় ব্যাট করতে নেমে এই ম্যাচের অধিনায়ক জীতেশ শর্মা ১৫ বলে ৩২ রান করেন। তাঁদের দাপটে ২১৪ রান করে পঞ্জাব।

Advertisement

হায়দরাবাদের সামনে লক্ষ্য ২১৫ রানের। সেই রান তুলতে পারলে ১৭ পয়েন্ট লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। সে ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে হায়দরাবাদ। যদিও রাজস্থান রয়্যালসের ম্যাচ বাকি কলকাতার সঙ্গে। সেই ম্যাচ রাজস্থান জিততে পারলে দ্বিতীয় স্থান ধরে রাখবে তারাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement