IPL 2024

আইপিএলের মাঝে দেশ বনাম ফ্র্যাঞ্চাইজি ঝামেলা, বিশ্বজয়ী দেশের বিরুদ্ধে অভিযোগ ভারতীয় কোচের

আইপিএলের মাঝে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় তুললেন পঞ্জাব কিংসের কোচ সঞ্জয় বাঙ্গার। কী অভিযোগ করেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১১:৩৮
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

চলতি মরসুম ভাল যায়নি পঞ্জাব কিংসের। টানা ১০ বছর প্লে-অফে উঠতে পারেনি তারা। দলের কোচ সঞ্জয় বাঙ্গারের মতে, বিদেশি ক্রিকেটারদের ঠিকমতো পাননি তাঁরা। গ্রুপের শেষ ম্যাচের আগে বেশির ভাগ ক্রিকেটার ফিরে গিয়েছিলেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় তুলেছেন বাঙ্গার।

Advertisement

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র এক বিদেশি নিয়ে নেমেছিল পঞ্জাব। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ় খেলতে দেশে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো ও স্যাম কারেন। চোটের জন্য দেশে ফিরেছেন কাগিসো রাবাডা। একমাত্র রাইলি রুসোকেই শেষ ম্যাচে পেয়েছে পঞ্জাব। ইংল্যান্ডের চার ক্রিকেটার মরসুম শেষ হওয়ার আগে ফেরায় ক্ষুব্ধ বাঙ্গার।

হায়দরাবাদের কাছে হারের পর সাংবাদিক বৈঠকে বাঙ্গার বলেন, “নিলামের আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের আশ্বাস দিয়েছিল যে তাদের দেশের ক্রিকেটারেরা পুরো মরসুম খেলবে। সেই কারণেই আমরা ইংরেজ ক্রিকেটারদের কিনেছিলাম। কিন্তু আইপিএল শেষ হওয়ার আগেই ওরা চলে গেল। বাকি কোনও দলের এত ক্রিকেটার চলে যায়নি।”

Advertisement

তবে একমাত্র বিদেশি ক্রিকেটারেরা চলে যাওয়ার ফলেই যে এত খারাপ তাঁরা খেলেছেন সেটা বলছেন না বাঙ্গার। পুরো দল খারাপ খেলেছে বলে জানিয়েছেন তিনি। বাঙ্গার বলেন, “চোট আমাদের ভুগিয়েছে। শিখর ধাওয়ানকে তিন-চারটে ম্যাচের পরে পাইনি। লিভিংস্টোনও হাঁটুর চোটে অনেক ম্যাচ খেলতে পারল না। রাবাডাও নিজের সেরা ফর্মে ছিল না। ঘরোয়া ক্রিকেটারেরা চেষ্টা করেছে। কয়েকটা ম্যাচ খুব কাছে গিয়ে হেরেছি। নইলে হয়তো ফল অন্য রকম হত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement