IPL 2022

IPL 2022: অন্য মেজাজে রাবাডা, আইপিএলের মাঝে এ কী করলেন পঞ্জাব কিংসের বোলার

২০২০ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৭ ম্যাচে ৩০টি উইকেট নেন রাবাডা। বেগুনি টুপির মালিক হওয়ার পরেও তাঁকে ধরে রাখেনি দিল্লি। এ বারের নিলামে ৯ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কেনে পঞ্জাব। প্রথম কয়েকটি ম্যাচের পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১৯:১৬
Share:

আইপিএলে চলাকালীন কী করলেন রাবাডা ফাইল চিত্র

আইপিএলের মাঝে অন্য মেজাজে পাওয়া গেল পঞ্জাব কিংসের বোলার কাগিসো রাবাডাকে। হোটেলের ঘরে বসে গান গাইলেন তিনি। পাশে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মর্নি মর্কেল। আইপিএলের মাঝে রাবাডার এক অন্য প্রতিভা দেখা গেল।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, মর্কেলেকে সাক্ষাৎকার দিচ্ছেন রাবাডা। সেখানেই দক্ষিণ আফ্রিকার বোলারকে একটি গান গাওয়ার অনুরোধ করেন মর্কেল। তার পরেই রাবাডাকে কয়েকটি পংক্তি গাইতে শোনা যায়।

Advertisement

২০২০ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৭ ম্যাচে ৩০টি উইকেট নেন রাবাডা। বেগুনি টুপির মালিক হওয়ার পরেও তাঁকে ধরে রাখেনি দিল্লি। এ বারের নিলামে ৯ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কেনে পঞ্জাব। প্রথম কয়েকটি ম্যাচের পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভাল বল করেন রাবাডা। প্রথমে দলের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে মুম্বইকে বড় ধাক্কা দেন তিনি। পরে ১৯তম ওভারে ভয়ঙ্কর দেখানো সূর্যকুমার যাদবকেও আউট করেন রাবাডা। সূর্য আউট হওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি মুম্বই। ১২ রানে যেতে পঞ্জাব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement