শেষ ওভারে হেরে ফের চাপে পুণে

একটি দল প্লে-অফের দৌড়ে রয়েছে। অন্যটি ছিটকে গিয়েছে। তবু তাদের হাড্ডাহাড্ডি লড়াই হল শুক্রবার ফিরোজ শা কোটলায়। যে ম্যাচে ৭ রানে জিতল দিল্লি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০৪:২০
Share:

অবিশ্বাস্য: দিল্লির বিরুদ্ধে বেন স্টোকসের দুর্দান্ত ক্যাচ। ছবি: বিসিসিআই।

সেরা করুণ নায়ার: ৪৫ বলে ৬৪

Advertisement

দিল্লি ডেয়ারডেভিলস জয়ী ৭ রানে

একটি দল প্লে-অফের দৌড়ে রয়েছে। অন্যটি ছিটকে গিয়েছে। তবু তাদের হাড্ডাহাড্ডি লড়াই হল শুক্রবার ফিরোজ শা কোটলায়। যে ম্যাচে ৭ রানে জিতল দিল্লি। অর্থাৎ প্লে-অফের অঙ্ক আরও জমে গেল। ফলে রবিবার কিংগস ইলেভেন বনাম পুণে সুপারজায়ান্ট ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল।

Advertisement

প্রথমে ব্যাট করে দিল্লি ডেয়ারডেভিলস ২০ ওভারে তোলে ১৬৮-৮। সঞ্জু স্যামসন আউট হয়ে যান মাত্র ২ রান করে। ঋষভ পন্থ ২২ বলে ৩৬ করেন। দিল্লির সর্বোচ্চ স্কোরার করুণ নায়ার। ৪৫ বলে ৬৪ নায়ারের।

দিল্লির ব্যাটিংয়ের সময় যদিও দুরন্ত একটি ক্যাচে মাঠ মাতিয়ে দেন বেন স্টোকস। বাউন্ডারি লাইনে লাফ দিয়ে ক্যাচ ধরার পরেও স্টোকস দেখেন তিনি ভারসাম্য হারিয়ে বাউন্ডারির বাইরে পড়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে বলটি শূন্যে ছুড়ে দিয়ে বাউন্ডারির বাইরে থেকে ফের লাফিয়ে ভিতরে ঢুকে এসে ক্যাচটি ধরেন।

পুণে সুপারজায়ান্ট দারুণ রান তাড়া করতে শুরু করে। আর তাতে মুখ্য ভূমিকা নেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং বেন স্টোকস। সাত ওভার বাকি থাকতে একশোর কাছাকাছি রান তুলে ফেলেছিল পুণে। শেষ ওভারে বাকি ছিল ২৫ রান। তাতেও প্যাট কামিন্সের প্রথম দুটো বলে ছয় মেরে মনোজ(৪৫ বলে ৬০) জয়ের দরজায় পুণেকে প্রায় পৌঁছেই দিয়েছিলেন। কিন্তু কামিন্স শেষ চার বলে মনোজদের রানের গতি থামান।

স্কোরকার্ড

দিল্লি ডেয়ারডেভিলস ১৬৮-৮ (২০)

পুণে সুপারজায়ান্ট ১৬১-৭ (২০)

দিল্লি ডেয়ারডেভিলস

সঞ্জু স্যামসন রান আউট ২

নায়ার ক উনাদকাট বো স্টোকস ৬৪

শ্রেয়স আইয়ার ক ধোনি বো উনাদকাট ৩

ঋষভ পন্থ ক ক্রিস্টিয়ান বো জাম্পা ৩৬

স্যামুয়েলস ক ধোনি বো ক্রিস্টিয়ান ২৭

অ্যান্ডারসন স্টা ধোনি বো ওয়াশিংটন ৩

প্যাট কামিন্স বো স্টোকস ১১

অমিত মিশ্র ন.আ. ১৩

মহম্মদ শামি ক স্টোকস বো উনাদকাট ২

শেহবাজ নাদিম ন. আ. ০

অতিরিক্ত

মোট ১৬৮-৮

পতন: ৩-১ (স্যামসন, ০.৬), ৯-২ (শ্রেয়স, ২.১), ৮৩-৩ (ঋষভ, ৮.৫), ১১৭-৪ (স্যামুয়েলস, ১৩.৬),
১২৪-৫ (অ্যান্ডারসন, ১৫.২), ১৪০-৬ (কামিন্স, ১৬.৫), ১৬২-৭ (নায়ার, ১৮.৫), ১৬৬-৮ (শামি, ১৯.৫)।

বোলিং: জয়দেব উনাদকাট ৪-০-২৯-২, শার্দূল ঠাকুর ৩-০-৩৫-০, ওয়াশিংটন সুন্দর ৩-০-২৩-১,
বেন স্টোকস ৪-০-৩১-২, অ্যাডাম জাম্পা ৪-০-২৯-১, ড্যান ক্রিস্টিয়ান ২-০-১৮-১।

রাইজিং পুণে সুপারজায়ান্ট

অজিঙ্ক রাহানে বো জাহির ০

রাহুল ত্রিপাঠী ক ঋষভ বো জাহির ৭

স্টিভ স্মিথ এলবিডব্লিউ নাদিম ৩৮

মনোজ তিওয়ারি বো কামিন্স ৬০

বেন স্টোকস ক অ্যান্ডারসন বো শামি ৩৩

এমএস ধোনি রান আউট ৫

ক্রিস্টিয়ান এলবিডব্লিউ শামি ৩

ওয়াশিংটন সুন্দর ন.আ. ৫

অতিরিক্ত ১০

মোট ১৬১-৭

পতন: ০-১ (রাহানে, ০.১), ৩৬-২ (ত্রিপাঠী, ৪.১), ৭৪-৩ (স্মিথ, ৯.১), ১২৫-৪ (স্টোকস, ১৫.৪),
১৩৪-৫ (ধোনি, ১৭.৩), ১৩৮-৬ (ক্রিস্টিয়ান, ১৮.২), ১৬১-৭ (মনোজ, ১৯.৬)।

বোলিং: জাহির খান ৪-০-২৫-২, মহম্মদ শামি ৪-০-৩৭-২, শেহবাজ নাদিম ৩-০-২১-১,
অমিত মিশ্র ৩-০-২৬-০, প্যাট কামিন্স ৪-০-৩১-১, মার্লন স্যামুয়েলস ১-০-১২-০, কোরি অ্যান্ডারসন ১-০-৪-০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement