১০ দলের আইপিএল না বাদ যাবে পুণে, গুজরাত? দশম আইপিএল-এর মধ্যে এখন এটাই লাখ টাকার প্রশ্ন। ২০১৮ আইপিএল-এর মূল স্রোতে ফিরতে চলেছে নির্বাসিত দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। যে কারণে বাদ চলে যাওয়ার কথা নতুন দুই দল রাইজিং পুণে সুপারজায়ান্ট ও গুজরাত লায়ন্সের। এর মধ্যেই প্রশ্ন উঠছে যদি আট থেকে ১০ দলের হয় আইপিএল তা হলে খেলতে পারবে সব দলই। এই অবস্থায় আইপিএল-এর গভর্নিং কাউন্সিল এখনও কোনও মন্তব্য না করলেও ভাবনা-চিন্তার স্তরে রেখেছে।
আরও খবর: চ্যাম্পিয়ন্স ট্রফি: দলে ফিরলেন মহম্মদ শামি, রোহিত শর্মা
যদিও এই দুই দলের সঙ্গে চুক্তিও দু’বছরেরই ছিল। যদি ১০ দলেরও হয় আইপিএল তা হলেও পুণে ও গুজরাতকে আইপিএল খেলতে হলে নতুন করে বিড করতে হবে। তার পর যদি সুযোগ আসে তবেই খেলতে পারবে তারা। নতুন দল হিসেবেই জায়গা পেতে হবে আআইপিএল-এ। আইপিএল-এ সভার পর এই কথা জানান রাজীব শুক্ল। যেখানে ছিলেন সিওএর সদস্য বিনোদ রাই, বিক্রম লিমায়া ও দিয়ানা এদুলজি। সবাইকেই ভাবাচ্ছে অনেকবেশি খেলা। এমনিতেই আট দলের আইপিএল চলে প্রায় দেড় মাস। ১০ দলের হলে সেটা ৮৪ ম্যাচের হবে। সেটায় সবুজ সঙ্কেত নাও দিতে পারে ব্রডকাস্টাররা।