কলকাতা নাইট রাইডার্স দল। —ফাইল চিত্র।
পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পাকা হয়ে গিয়েছে আগেই। রবিবারের ম্যাচ হারলেও তাতে কোনও বদল হবে না। প্লে-অফের আগে রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচে কলকাতার প্রথম দশে একাধিক বদল হতে পারে।
বিশ্বকাপের আগে দল ছেড়ে ফিরে গিয়েছেন ফিল সল্ট। ফলে চলতি আইপিএলে এই প্রথম বার ওপেনিং জুটি বদলাতে হবে কলকাতাকে। আন্দ্রে রাসেলের থাকা নিয়েও অনিশ্চয়তা আছে। সেই কারণে প্রথম কোয়ালিফায়ারে নামার আগে দলকে আবার তৈরি করে ফেলতে চাইবেন গৌতম গম্ভীরেরা। কয়েক জন পরিবর্ত প্লেয়ারকে দেখে নিতে চাইবেন তাঁরা।
রবিবার কলকাতার প্রথম একাদশ:
১) সুনীল নারাইন— ১২টি ম্যাচে ৪৬১ রান করেছেন। কেকেআরের হয়ে সব থেকে বেশি রান তাঁরই। সল্ট না থাকায় প্লে-অফে নারাইনের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। তাই রাজস্থানের বিরুদ্ধে প্রস্তুতি সেরে ফেলতে চাইবেন তিনি।
২) রহমানুল্লা গুরবাজ়— সল্ট না থাকায় চলতি মরসুমে প্রথম বার নাইট জার্সিতে খেলবেন তিনি। গত বার প্রায় প্রতিটি ম্যাচে ওপেন করেছিলেন। এ বারও সুযোগ কাজে লাগাতে চাইবেন তিনি।
৩) বেঙ্কটেশ আয়ার— মুম্বইয়ের বিরুদ্ধে ভাল খেলেছেন। ১২টি ম্যাচে ২৬৭ রান করেছেন। মিডল অর্ডারে বড় ভূমিকা নিতে পারেন বেঙ্কটেশ।
৪) শ্রেয়স আয়ার— দলের অধিনায়ক। ১২টি ম্যাচে ২৮৭ রান করেছেন। প্লে-অফের আগে ব্যাটে বড় রান চাইবেন এই ডানহাতি ব্যাটার।
৫) মণীশ পাণ্ডে— প্লে-অফে আমদাবাদ ও চেন্নাইয়ে মন্থর পিচে খেলতে হতে পারে কেকেআরকে। সেখানে মিডল ওভারে মণীশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। তাই প্লে-অফের আগে তাঁকে খেলিয়ে দেখে নিতে পারে কেকেআর।
৬) রিঙ্কু সিংহ— বিশ্বকাপের রিজার্ভ দলে রয়েছেন। এখনও সেই দলে বদলের সম্ভাবনা রয়েছে। তাই প্লে-অফের আগে বড় রান চাইছেন রিঙ্কু। রবিবার উপরে নামতে দেখা যেতে পারে তাঁকে।
৭) রমনদীপ সিংহ— যেটুকু সুযোগ পেয়েছেন ভাল খেলেছেন। শেষ দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বড় ভরসা রমনদীপ।
৮) শারফেন রাদারফোর্ড— প্লে-অফে আন্দ্রে রাসেলকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তাই প্লে-অফের আগে রাদারফোর্ডকে খেলিয়ে দেখে নিতে পারে কেকেআর।
৯) মিচেল স্টার্ক— গত কয়েকটি ম্যাচে কিছুটা হলেও ফর্ম ফিরে পেয়েছেন। প্লে-অফে তাঁকে দরকার কেকেআরের। আরও একটি ম্যাচে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন স্টার্ক।
১০) হর্ষিত রানা— চলতি আইপিএলে তরুণ বোলারদের মধ্যে নজর কেড়েছেন হর্ষিত। পাওয়ার প্লে-র পাশাপাশি ডেথ ওভারেও বল করতে পারেন। রবিবার খেলবেন তিনি।
১১) বরুণ চক্রবর্তী— কেকেআরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। বেগনি টুপির তালিকায় থাকা বরুণকে রবিবার দেখা যাবে।
১২) বৈভব অরোরা (ইমপ্যাক্ট প্লেয়ার)— চলতি মরসুমে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে বেশ কয়েকটি ম্যাচে ভাল বল করেছেন। রবিবার রাজস্থানের বিরুদ্ধেও দেখা যাবে তাঁকে।