পর পর তিন ম্যাচে হারতে হয়েছে কলকাতাকে। দলের বেশ কয়েক জন ক্রিকেটারের ফর্ম খারাপ। এই অবস্থায় শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাই দলে বেশ কিছু বদলের সম্ভাবনা রয়েছে।
বেঙ্কটেশ আয়ার: সাত ম্যাচে মাত্র ১০৯ রান করেছেন বেঙ্কটেশ। বল হাতেও নিয়মিত দেখা যাচ্ছে না তাঁকে। তাও তাঁর উপর ভরসা রাখতে পারে নাইট ম্যানেজমেন্ট।
অ্যারন ফিঞ্চ: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলেছে ফিঞ্চের ব্যাট। দলের ওপেনিংয়ে তাই বেঙ্কটেশের সঙ্গী তিনিই।
শ্রেয়স আয়ার: দলের সব থেকে সফল ব্যাটার অধিনায়ক শ্রেয়স। প্রায় প্রতি ম্যাচেই দলের মিডল অর্ডারকে সামলাচ্ছেন তিনি।
নীতীশ রানা: খুব একটা ভাল ফর্মে নেই এই বাঁ হাতি। সাত ম্যাচে ১৪১ রান করেছেন। তার পরেও তাঁর উপর ভরসা রাখছে দল।
বাবা ইন্দ্রজিৎ: ব্যাট হাতে শেল্ডন জ্যাকসনের ফর্ম খুব খারাপ। তাই তরুণ ইন্দ্রজিৎকে দলের উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে।
আন্দ্রে রাসেল: কয়েকটি ম্যাচে রাসেল ঝড় দেখা গিয়েছে। গুজরাতের বিরুদ্ধেও দলের অন্যতম প্রধান ভরসা এই অলরাউন্ডার।
সুনীল নারাইন: এ বারের আইপিএলে কলকাতার সব থেকে সফল বোলার। প্রতি ম্যাচে নিজের জাত চেনাচ্ছেন তিনি।
শিবম মাভি: রাজস্থানের বিরুদ্ধে অন্যদের তুলনায় ভাল বল করেছেন মাভি। তাই তাঁকে ফের এক বার দেখা যেতে পারে কলকাতার প্রথম একাদশে।
টিম সাউদি: চার ম্যাচে ১৯০ রান দিয়েছেন প্যাট কামিন্স। তাই তাঁর জায়গায় দলে ফিরতে পারেন নিউজিল্যান্ডের সাউদি।
উমেশ যাদব: আগের ম্যাচে রান দিলেও নাইটদের হয়ে ধারাবাহিক ভাল বল করছেন উমেশ। তাঁকেই বোলিং আক্রমণের দায়িত্ব নিতে হবে।
বরুণ চক্রবর্তী: খুব খারাপ ফর্মে রয়েছেন। তার পরেও হার্দিক পাণ্ড্যদের বিরুদ্ধে দলে থাকতে পারেন বরুণ। কারণ তাঁর উপর ম্যানেজমেন্টের অগাধ আস্থা রয়েছে।