পঞ্জাবের বিরুদ্ধে জয়ের ম্যাচেই শাস্তি পেতে হল কেকেআর অধিনায়ক নীতীশকে। ছবি: আইপিএল।
ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তির পাশাপাশি অস্বস্তিও নিয়ে এসেছে। গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট ঝুলিতে এলেও বড় শাস্তি হল নাইট অধিনায়ক নীতীশ রানার।
পঞ্জাব ম্যাচে স্লো ওভার রেট বা মন্থর বোলিংয়ের জন্য ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে নীতীশকে। স্লো ওভার রেটের জন্য এই মরসুমে কেকেআর অধিনায়ককে প্রথম বার জরিমানা করা হল বলে জানিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। এ বারের আইপিএলে প্রথম বার শৃঙ্খলাভঙ্গের কারণে অভিযুক্ত হলেন নীতীশ। আবার এমন অভিযোগ উঠলে আরও কড়া শাস্তি হতে পারে তাঁর।
পঞ্জাবের বিরুদ্ধে নাইটদের প্রথম একাদশে ছিলেন তিন জন জোরে বোলার। বৈভব অরোরা এবং হর্ষিত রানা ৩ ওভার করে বল করেন। আন্দ্রে রাসেল করেন ১ ওভার। তাও নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল করতে পারেনি কলকাতা। মূলত জোরে বোলাররা বল করতে অনেক বেশি সময় নেওয়াতেই শাস্তি হয়েছে নীতীশের। বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা, সুনীল নারাইনের মতো স্পিনাররাও বল করতে সময় বেশি নিয়েছেন।
সোমবার জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে কেকেআর। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন নীতীশ। দলের ইনিংসকে নির্ভরতা দেন কেকেআর অধিনায়ক। ৬টি চার এবং ১টি ছয় মারেন তিনি। তার আগে ১ ওভার বল করে ৭ রান দিয়ে ১টি উইকেট নেন নীতীশ। অর্থাৎ, সোমবার ব্যাট এবং বল হাতে দলের জয়ে অবদান রেখেছেন নীতীশ। তবু শৃঙ্খলাভঙ্গের শাস্তি এড়াতে পারলেন না।
শিখর ধাওয়ানের দলের বিরুদ্ধে জয়ের জন্য নীতীশ অবশ্য কৃতিত্ব দিয়েছেন রাসেল এবং রিঙ্কু সিংহকে। রাসেল সোমবার ইডেনে ২৩ বলে ৪২ রানের দাপুটে ইনিংস খেলেন। শেষ বলে চার মেরে কলকাতাকে রুদ্ধশ্বাস জয় এনে দেন রিঙ্কু।