আইপিএল জিততে ধোনিদের সামনে কঠিন লক্ষ্য। —ফাইল চিত্র
বৃষ্টির জেরে আইপিএল ফাইনালে ওভার কমেছে। চেন্নাই সুপার কিংস ১৫ ওভার ব্যাট করতে পারবে। তার ফলে পাওয়ার প্লে ও বোলারদের ওভারের সংখ্যাতেও বদল হয়েছে। এক জন বোলার সর্বাধিক ৩ ওভার বল করতে পারবেন। পাওয়ার প্লে ৬ ওভারের জায়গায় কমে হয়েছে ৪ ওভার।
পুরো ম্যাচ হলে চেন্নাইকে তুলতে হত ২০ ওভারে ২১৫ রান। পরিবর্তিত পরিস্থিতিতে এ বার চেন্নাইকে তুলতে হবে ১৫ ওভারে ১৭১ রান। আগের লক্ষ্য অনুযায়ী তাদের প্রতি ওভারে ১০.৭ রান তুলতে হত। এ বার তাদের প্রতি ওভারে ১১.৪ রান তুলতে হবে।
ফাইনালে ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান করে গুজরাত। ওপেনার ঋদ্ধিমান সাহা ৫৪ ও তিন নম্বরে নেমে সাই সুদর্শন ৯৬ রান করেন। দলের হয়ে ভাল ছন্দে থাকা শুভমন গিল করেন ৩৯ রান। ফলে চেন্নাইয়ের সামনে লক্ষ্য ছিল ২১৫ রান। চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে ব্য়াট করতে নামেন। কিন্ত তিন বল পরেই বৃষ্টি শুরু হয়।
কিছু ক্ষণ পরে বৃষ্টি থামলেও বেশ কিছু জায়গায় জল জমে থাকায় খেলা শুরু করতে দেরি হয়। ২ ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে। তার পরে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানান, ১৫ ওভারের খেলা হবে। জিততে গেলে ১৭১ রান করতে হবে মহেন্দ্র সিংহ ধোনিদের।