IPL 2024

সোমবার শেষ সুযোগ, হারলে ইডেনে খেলতে নামার আগেই আইপিএল থেকে বিদায় হার্দিকদের

সোমবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ হারলেই আইপিএলের প্লে-অফের আশা শেষ হয়ে যাবে হার্দিক পাণ্ড্যদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ২১:১২
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

শেষ সুযোগ মুম্বই ইন্ডিয়ান্সের সামনে। সোমবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেই ম্যাচ জিততেই হবে হার্দিক পাণ্ড্যদের। হারলেই আইপিএলের প্লে-অফের আশা শেষ হয়ে যাবে তাঁদের। সে ক্ষেত্রে আগামী রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে যাবে মুম্বইয়ের।

Advertisement

চলতি মরসুমে ১১টি ম্যাচ খেলেছে মুম্বই। জিতেছে ৩টি ম্যাচ। হেরেছে ৮টি। ৬ পয়েন্ট নিয়ে তালিকায় সবার শেষে রয়েছেন পাঁচ বারের চ্যাম্পিয়নরা। মুম্বইয়ের পরের তিনটি ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। তার মধ্যে কেকেআর ছাড়া বাকি দু’টি ম্যাচ তাদের ঘরের মাঠে।

তিনটি ম্যাচ জিততে পারলে ১৪টি ম্যাচে ১২ পয়েন্ট হবে মুম্বইয়ের। এখন আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। তাদের পয়েন্ট ১৪। পরের তিনটি দল রয়েছে ১২ পয়েন্টে। চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। চতুর্থ দল হিসাবে এই পয়েন্টে যেতে পারে মুম্বই।

Advertisement

কিন্তু সোমবার হায়দরাবাদের কাছে যদি মুম্বই হেরে যায় তা হলে তাদের পয়েন্ট হবে ১২ ম্যাচে ৬। সে ক্ষেত্রে পরের দু’টি ম্যাচ জিতলেও ১০ পয়েন্টের বেশি হবে না হার্দিকদের। ইতিমধ্যেই পাঁচটি দলের পয়েন্ট ১০-এর বেশি। আরও একটি দল দিল্লি ক্যাপিটালস রয়েছে ১০ পয়েন্ট। অর্থাৎ, সোমবারের ম্যাচ হারলেই প্লে-অফের আশা এ বারের মতো শেষ হয়ে যাবে মুম্বইয়ের। সে ক্ষেত্রে পরের রবিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচের কোনও গুরুত্ব থাকবে না তাদের। নিয়মরক্ষার ম্যাচ হিসাবে নামতে হবে হার্দিকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement