IPL 2024

বিরাটদের বিরুদ্ধে নামার আগে বদল মুম্বইয়ে, হার্দিকের দলে কে এলেন, কে গেলেন?

মুম্বই ইন্ডিয়ান্স দলে বদল। নতুন উইকেটরক্ষক নিল মুম্বই। সৌরাষ্ট্রের উইকেটরক্ষক হারভিক দেশাইকে দলে নিল তারা। বিষ্ণু বিনোদের চোট রয়েছে। সেই কারণে তাঁর বদলি নিলেন হার্দিক পাণ্ড্যেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৮:১৭
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে খেলতে পারবেন না উইকেটরক্ষক বিষ্ণু বিনোদ। মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন তিনি। সেই উইকেটরক্ষকের বদলি নিল মুম্বই। সৌরাষ্ট্রের উইকেটরক্ষক হারভিক দেশাইকে দলে নিল তারা।

Advertisement

ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের খেলেন হারভিক। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন ভারতের হয়ে তিনি। ক্রিকেটের তিন ফরম্যাটে শতরান করেছেন হারভিক। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি শতরান আছে তাঁর। লিস্ট এ ক্রিকেটে চারটি শতরান করেছেন হারভিক। একটি শতরান আছে টি-টোয়েন্টি ক্রিকেটেও। সৌরাষ্ট্রের হয়ে নিয়মিত উইকেটরক্ষক হিসাবে খেলেন তিনি। গুজরাতের সেই উইকেটরক্ষককে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও গুজরাতের বাসিন্দা।

মুম্বইয়ের তরফে জানানো হয়েছে যে, বিষ্ণুর বাঁ হাতে চোট লেগেছে। সেই কারণে আইপিএল খেলতে পারবেন না তিনি। মুম্বই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে। যদিও মুম্বই দলে ঈশান কিশন রয়েছেন। ফলে উইকেটরক্ষকের অভাব নেই তাদের। হারভিক এখনই দলে সুযোগ পাবেন কি না তা বলা যাচ্ছে না। সুযোগ পেলেও উইকেটরক্ষক নয়, ব্যাটার হিসাবেই হয়তো খেলতে দেখা যাবে হারভিককে।

Advertisement

বৃহস্পতিবার মুম্বইয়ের ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। ওয়াংখেড়েতে মুখোমুখি মুম্বই এবং বেঙ্গালুরু। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে। তাঁরা দু’জনেই নিজেদের দলের প্রাক্তন অধিনায়ক। শুধু ব্যাটার হিসাবে খেললেও নজর থাকবে তাঁদের দিকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement