IPL 2023

বুমরা আর হার্দিকের উত্তরসূরি কে? রোহিতের বিচারে ভবিষ্যতের দুই তারকা কারা?

নিজের দলের দুই তরুণ ক্রিকেটারের দিকে আগামী দু’বছর নজর রাখতে বলেছেন রোহিত। তাঁদের মধ্যে আগামী দিনে তারকা হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৬:১৮
Share:

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের দুই তারকাকে বেছে নিয়েছেন রোহিত। ছবি: আইপিএল।

আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে আগামী দিনের ভারতীয় দলের তারকাদের বেছে নিয়েছেন রোহিত শর্মা। যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্যদের যোগ্য উত্তরসূরিদের চিহ্নিত করেছেন ভারতীয় দলের অধিনায়ক। দুই ক্রিকেটারকে বেছে নিয়েছেন নিজের দল থেকেই।

Advertisement

বুধবার আইপিএলের এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আইপিএল নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন রোহিত। দলের পারফরম্যান্সের কথা বলার সময় বেছে নিয়েছেন আগামী দিনের ভারতীয় দলের তারকাদের। নিজের দলের দুই তরুণ ক্রিকেটারের নাম শোনা গিয়েছে তাঁর মুখে। রোহিত বলেছেন, ‘‘তিলক বর্মা, নেহাল ওয়াধেরাদের নিয়ে বছর দুয়েক পর বুমরা, হার্দিকদের মতো আলোচনা হবে। মুম্বই এবং ভারতের হয়ে বড় ভূমিকা নিতে পারে ওরা। তখন ক্রিকেটপ্রেমীরা এই দলকে বলবে মহাতারকাদের দল।’’ দুই তরুণ ক্রিকেটারের দিকে আগামী দু’বছর নজর রাখার কথা বলেছেন রোহিত।

এ বারের আইপিএলে ২০ বছরের তিলক লিগ পর্বে মুম্বইয়ের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। ৪৫.৬৭ গড়ে করেছেন ২৭৪ রান। ২২ বছরের নেহাল করেছেন ৩০.৫৭ গড়ে ২১৪ রান। তিনি খেলেছেন ১২টি ম্যাচ। খুব বড় রানের ইনিংস না খেললেও পরিস্থিতির চাহিদা অনুযায়ী দলের হয়ে কার্যকরী ভূমিকা নিয়েছেন। আদায় করে নিয়েছেন অধিনায়কের ভরসা। দু’জনেই খেলেছেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে। রোহিতের আশা, তিলক এবং নেহাল খুব তাড়াতাড়ি ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন। সর্বোচ্চ পর্যায় সফল হওয়ার মতো দক্ষতা তাঁদের রয়েছে।

Advertisement

মুম্বই দলে সূর্যকুমার যাদব, ঈশান কিশন, ক্যামেরন গ্রিনদের মতো ক্রিকেটাররা রয়েছেন। তাঁদের মধ্যেই পারফরম্যান্স দিয়ে নজর কেড়ে নিয়েছেন দুই তরুণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement