১৪ বছরের মধ্যে ৪ বার আইপিএলের ট্রফি উঠেছে তাঁর হাতে। এ বার প্রতিযোগিতা শুরু হওয়ার দু’দিন আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন। চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে আইপিএলে বেশ কিছু নজির গড়েছেন ধোনি।
চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে আইপিএলে বেশ কিছু নজির গড়েছেন ধোনি। ফাইল চিত্র।
টানা ১৪ বছর আইপিএলে অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। তার মধ্যে ১২ বছর চেন্নাই সুপার কিংস ও ২ বছর রাইজিং পুণে সুপার জায়ান্টসের ব্যাটন সামলেছেন তিনি। এই ১৪ বছরের মধ্যে ৪ বার আইপিএলের ট্রফি উঠেছে তাঁর হাতে। এ বার প্রতিযোগিতা শুরু হওয়ার দু’দিন আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন। চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে আইপিএলে বেশ কিছু নজির গড়েছেন ধোনি।
অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ: আইপিএলে অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ খেলেছেন ধোনি। তিনি চেন্নাই সুপার কিংসকে ২০০-র বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই কৃতিত্ব আর কোনও অধিনায়কের নেই।
অধিনায়ক হিসাবে সর্বাধিক জয়: চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে মোট ২০৪ ম্যাচ খেলেছেন ধোনি। তার মধ্যে ১২১টি ম্যাচে জিতেছে দল। হেরেছে ৮২টি ম্যাচ। ১টি ম্যাচের কোনও ফল হয়নি।
জয়ের শতকরা হিসাবে সবার উপরে: আইপিএলে অধিনায়ক হিসাবে ধোনির জয়ের হার ৫৯.৬০ শতাংশ। এই হার প্রতিযোগিতার অন্য অধিনায়কদের থেকে বেশি।
সর্বাধিক প্লে-অফ ও ফাইনাল খেলা: আইপিএলের শুরু থেকে মোট ১১ বার প্লে-অফে উঠেছেন ধোনি। ২০২০ সালে কেবলমাত্র প্রথম চারে শেষ করতে পারেনি চেন্নাই। আইপিএলে সব থেকে বেশি ৯ বার ফাইনালে ওঠার রেকর্ডও ধোনির দখলে।